Paschim Medinipur: গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পলিটেকনিক কলেজের পরীক্ষার্থী

Last Updated:

পরীক্ষা চলাকালীন অসুস্থ হওয়া দুই পড়ুয়া বাড়ি ফিরল হাসপাতাল থেকে। বুধবার পরীক্ষার হলে অসুস্থ হয়ে পড়ে এরা দুজনেই।

+
অসুস্থ

অসুস্থ পরীক্ষার্থীদের ভর্তি করা হল হাসপাতালে

পশ্চিম মেদিনীপুর: পরীক্ষা চলাকালীন অসুস্থ হওয়া দুই পড়ুয়া বাড়ি ফিরল হাসপাতাল থেকে। বুধবার পরীক্ষার হলে অসুস্থ হয়ে পড়ে এরা দুজনেই। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে বুধবার পরীক্ষা চলাকালীন তীব্র দাবদাহে অসুস্থ হয়ে পড়ে পঙ্কজ মাহাত ও প্রিয়াঙ্কা পাল নামে এই দুই পরীক্ষার্থী। তাদের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়বুধবার দুপুর নাগাদ। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের কুশপাতা এলাকার গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে পরীক্ষায় বসেছিল এই দুজন। কলেজ সুত্রে জানা যায়, এই কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষা চলছিল বুধবার। হঠাত্ পরীক্ষা চলাকালীন এরা অসুস্থ হয়ে পড়ে এবং ছটফট করতে থাকে। তাদের দ্রুত ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে কলেজ কর্তৃপক্ষ চিকিৎসার জন্য। অন্যান্য পরীক্ষার্থীদের কাছ থেকেও জানা যায়, বুধবার সকাল থেকেই প্রখর তাপপ্রবাহ ও গুমোট যুক্ত আবহাওয়ায় বেশ সমস্যায় পড়তে হয়েছে তাদের সকলকেই। ওই দিন সরকারি পলিটেকনিক কলেজে পরীক্ষা থাকায় দূর-দূরান্ত থেকে পরীক্ষার্থীরা কলেজে আসে ফলে অনেকেই দীর্ঘ পথ আসার কারণেই ক্লান্ত হয়ে যায়। অসুস্থ দুই পরীক্ষার্থীর দিনভর চিকিতসা চলে হাসপাতালে এবং রাত নাগাদ তাদের ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। বর্তমানে তারা স্থিতিশীল রয়েছে তবে বিশ্রামের কথা বলা হয়েছে তাদের। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই দুই পড়ুয়ার পরীক্ষা আপাতত স্থগিত রেখেছে কলেজ কর্তৃপক্ষ। পরে তাদের পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পলিটেকনিক কলেজের পরীক্ষার্থী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement