Paschim Medinipur: সন্তান নিয়ে পালাল পশ্চিম মেদিনীপুরের দুই গৃহবধু
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
গড়বেতা- ১ নং ব্লকের গড়বেতা স্টেশন সংলগ্ন জুনশোল গ্রামের বছর ৩৩ এর গৃহবধূও 'নিখোঁজ' বলে শ্বশুরবাড়ির সদস্যরা দাবি করেছেন। সোনালী পাত্র নামে বছর ৩৩ এর ওই গৃহবধূ এবং তাঁর ১৩ বছরের মেয়ে গত ২০ ডিসেম্বর সোমবার সকাল ১০ টার পর থেকে নিখোঁজ বলে তাঁদের দাবি।
পশ্চিম মেদিনীপুরঃ রাজমিস্ত্রি কান্ডের ছায়া পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) আগেই পড়েছিল! মোহনপুর থানার পুরুনিয়া গ্রামের নিখোঁজ গৃহবধূ (Housewife) এখনও ঘরে ফেরেননি! তিনি বাড়ির গয়না নিয়ে এক যুবকের সঙ্গে পালিয়ে গেছেন বলে অভিযোগ। তদন্ত চালাচ্ছে পুলিশ। তার মধ্যেই, পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার যথাক্রমে পিংলা ও গড়বেতার দুই গৃহবধূ 'নিখোঁজ' হয়ে গেছেন বলে পরিবারের সদস্যরা ফেসবুকে, 'সন্ধান' চেয়ে আবেদন জানিয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, পিংলার গৃহবধূ (Housewife) সুদেষ্ণা মাইতি তার পাঁচ বছরের ছেলেকে নিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছেন। অন্যদিকে, গড়বেতার গৃহবধূ (Housewife) ১৩ বছরের মেয়েকে সঙ্গে নিয়ে 'নিখোঁজ' হয়েছেন। তবে, পিংলার ক্ষেত্রে ওই পরিবার থানায় লিখিত অভিযোগ (মিসিং ডায়েরি) করলেও, গড়বেতার ক্ষেত্রে এখনও লিখিত অভিযোগ হয়নি। তবে, পরিবারের সদস্যরা জানিয়েছেন লিখিত অভিযোগ করবেন।
পিংলার ঘটনাটি সম্পর্কে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে পাঁচ বছরের ছেলেকে টিউশন পড়াতে নিয়ে যায় সুদেষ্ণা মাইতি নামে পিংলা থানার গোবর্ধনপুর অঞ্চলের দনীচক গ্রামীন এলাকার বছর তিরিশের এক গৃহবধূ। তারপর থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ফিরে আসেননি! জানা গিয়েছে, ওই গৃহবধূর স্বামী কর্ম সূত্রে হাওড়ায় থাকেন। গৃহবধূর সুদেষ্ণা মাইতির দাদা শুভঙ্কর সামন্ত বোনকে খুঁজে দেওয়ার জন্য ফেসবুকে একটি পোস্টও করেছেন। ঘটনায় উদ্বিগ্ন পরিবার। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, "একটি নিখোঁজ ডায়েরি হয়েছে। অপহরন নাকি অন্য কিছু ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।" তবে, গ্রামবাসীদের মাধ্যমে জানা গেছে, ওই গৃহবধূ এর আগেও নাকি একবার বাড়ি থেকে (পর-পুরুষের সাথে) পালিয়ে গিয়েছিলেন। তবে, পরবর্তী সময়ে নিজেই ফিরে এসেছিলেন। এবারের ঘটনাও সেরকম কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
অন্যদিকে, গড়বেতা- ১ নং ব্লকের গড়বেতা স্টেশন সংলগ্ন জুনশোল গ্রামের বছর ৩৩ এর গৃহবধূও 'নিখোঁজ' বলে শ্বশুরবাড়ির সদস্যরা দাবি করেছেন। সোনালী পাত্র নামে বছর ৩৩ এর ওই গৃহবধূ এবং তাঁর ১৩ বছরের মেয়ে গত ২০ ডিসেম্বর সোমবার সকাল ১০ টার পর থেকে নিখোঁজ বলে তাঁদের দাবি। এ নিয়ে সমাজমাধ্যমে তাঁদের দু'জনের ছবি সহ 'সন্ধান চাই' পোস্টও করেছেন শশুরবাড়ির সদস্যরা। শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায়, নীচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করলে, ওই গৃহবধূর দেওর ফোন ধরেন। জানান, গৃহবধূর বাপের বাড়ি সহ আত্মীয়দের বাড়িতে খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু, কোথাও নেই! তবে, তাঁরা এখনও থানায় লিখিত অভিযোগ করেননি। করবেন বলে ভাবছেন। ওই গৃহবধূর স্বামীর দোকান আছে বলে জানিয়েছেন তিনি। স্বামী-স্ত্রীর মধ্যে কোন ঝগড়াঝাঁটি হয়নি বলেও তিনি জানিয়েছেন। তবে, কি কারণে? তা নিয়েই দেখা দিয়েছে রহস্য!
advertisement
Location :
First Published :
December 25, 2021 10:33 AM IST