West Midnapore News: এ যেন বিজয় মিছিল, ব্যান্ড বাজিয়ে নমিনেশন জমা দিল শাসক দল
- Reported by:RANJAN CHANDA
- hyperlocal
- Published by:Nagantara
Last Updated:
ব্যান্ড বাজিয়ে মিছিল করে নমিনেশন জমা দিল তৃণমূল প্রার্থীরা। শুধু তাই নয় নির্বাচনে জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতি।
পিংলা: আনুষ্ঠানিকভাবে মিছিল করে মনোনয়ন জমা দিতে গেলেন তৃণমূল প্রার্থীরা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পিংলা ব্লকের একাধিক প্রার্থী বুধবার ব্লক তৃণমূলের দলীয় কার্যালয় থেকে মিছিল করে ব্লক অফিসে মনোনয়ন জমা দেন। দিন কয়েক পরেই নির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার। তার আগেই বুধবার মনোনয়ন জমা দেওয়া শুরু করল তৃণমূল।
প্রসঙ্গত জেলা জুড়ে শান্তিপূর্ণ মনোনয়ন হচ্ছে সর্বত্র। এদিন বেশিরভাগ আসনে মনোনয়ন জমা দিয়েছে তৃণমূল এমনই দাবি তৃণমূল সূত্রে। মনোনয়ন কিভাবে চলছে কোন অশান্তি হচ্ছে কিনা তার খতিয়ে দেখতে ব্লক অফিসে আসেন পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতি।
advertisement
advertisement
এদিন জয়ের ব্যাপারে বেশ আশাবাদী তৃণমূল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশান্তি না করার বার্তা দেন বিধায়ক। এদিন শুধু পিংলাই নয় দাঁতন ১ ব্লকেও প্রার্থীরা মিছিল করে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যান প্রার্থীরা। জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী তৃণমূল।
Ranjan Chanda
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 14, 2023 6:23 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: এ যেন বিজয় মিছিল, ব্যান্ড বাজিয়ে নমিনেশন জমা দিল শাসক দল







