Paschim Medinipur: মর্মান্তিক দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে! মৃত ৪
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
নতুন বছরের শুরুতেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল পশ্চিম মেদিনীপুর জেলায়। মঙ্গলবার সাত সকালেই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় খড়্গপুর শহরের ৩ জন বালকের একসাথে মৃত্যু হল! আশংকাজনক এক বালককে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর টাউন থানার অন্তর্গত গোলবাজারের চিলখানা (২২ নং ওয়ার্ডের শান্তিনগর সংলগ্ন) এলাকায়।
পশ্চিম মেদিনীপুরঃ মর্মান্তিক দুর্ঘটনা। খড়্গপুরে (Kharagpur) তিনজন বালকের মৃত্যু পিকাপ ভ্যানের ধাক্কায়, দাঁতনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু। নতুন বছরের শুরুতেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলায়। মঙ্গলবার সাত সকালেই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় খড়্গপুর(Kharagpur) শহরের ৩ জন বালকের একসঙ্গে মৃত্যু হল! আশংকাজনক এক বালককে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার খড়্গপুর (Kharagpur) টাউন থানার অন্তর্গত গোলবাজারের চিলখানা (২২ নং ওয়ার্ডের শান্তিনগর সংলগ্ন) এলাকায়। জানা গেছে, এলাকার কিছু ছেলেমেয়ে মঙ্গলবার সকালে খালি জায়গায় খেলছিল। সেই সময় ছাগল ভর্তি পিকাপভ্যান ব্যাক করতে গিয়ে তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিন বালকের মৃত্যু হয়। স্থানীয়রা ১ বালককে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বালকের অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে কলকাতা রেফার করেন। এদিকে, এই ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। ঘটনার তদন্ত শুরু করেছে খড়্গপুর টাউন থানা। তবে, গাড়িটিকে আটক করা হলেও, চালক পলাতক বলে জানা গেছে। অন্যদিকে, নিয়ন্ত্রনহীন ও অনভিজ্ঞ চালকদের হাতে থাকা এই পিকআপ ভ্যান ও হাতি গাড়িগুলিকে নিয়ে জেলাবাসী চরম ক্ষুব্ধ! অবিলম্বে এগুলির প্রতি পুলিশ প্রশাসনকে নজর দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
অপরদিকে, পশ্চিম মেদিনীপুরে ইলেকট্রিক ট্রান্সফরমার শাটডাউন করতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। সোমবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দাঁতন থানার গণপাদা এলাকায়। মৃত যুবকের নাম সত্যব্রত সামন্ত। বয়স মাত্র ৩৪। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ধানের জমিতে মিনি ডিপ টিউবওয়েলের ইলেকট্রিক কানেকশন ঠিক করার জন্য, ১১ হাজারের বিদ্যুতের ট্রান্সফরমার শাটডাউন করতে যান সত্যব্রত। সেখানেই তড়িদাহত হন তিনি! তাঁকে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে, এই ঘটনায় বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি, বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। ট্রান্সফরমারগুলি ঠিকঠাক ভাবে যত্ন নেওয়া হয় না। এদিনও, ওই ট্রান্সফরমার একচান্সে শাটডাউন না হয়ে, তা থেকে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। ঘটনার তদন্ত শুরু করেছে দাঁতন থানার পুলিশ।
Location :
First Published :
January 04, 2022 2:59 PM IST