West Midnapore News: গণনা কেন্দ্রের পাশে উদ্ধার আধপোড়া ব্যালট! কারচুপির অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে

Last Updated:

গণনাকেন্দ্রের পাশ থেকে উদ্ধার হল আধপোড়া ছেঁড়া ব্যালট!

নারায়ণগড়: ভোট পেরিয়েছে। গণনাও শেষ। কিন্তু গণনা কেন্দ্রের সামনে থেকে উদ্ধার হল আধপোড়া ব্যালট যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।নারায়নগড়ের নেকুড়সেনি বিবেকানন্দ বিদ্যাভবণে DCRC এবং স্ট্রং রুম, গণনা কেন্দ্র করা হয়েছিল। তবে গণনা মিটে যাওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর মিলল আধপোড়া, ছেঁড়া ব্যালট।ব্যালট পুড়িয়ে তথ্য লোপাটের চেষ্টা হয়েছে, অভিযোগ তুলেছে বিজেপি, সিপিএম সহ বিরোধী দলগুলি।
শুক্রবার এ দৃশ্য নজরে আসে বেশ কয়েকজনের। গণনা কেন্দ্রের সামনে রেখে আধপোড়া ব্যালট পাওয়ার একটা ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। অভিযোগ উঠেছে ভোট লুঠের। প্রসঙ্গত রাজ্যে ভোট লুঠের অভিযোগ বারংবার তুলেছে বিজেপি থেকে বিরোধী রাজনৈতিক দলগুলি।গণনার দিনও অনিয়মের অভিযোগ উঠে।
advertisement
advertisement
শনিবার ভিডিও প্রকাশ্যে আসতে সত্যি বলে মনে করছে বিরোধীরা।বিরোধীদের অভিযোগ, প্রশাসন কে হাতে নিয়ে ভোটে জিতেছে তৃণমূল।যদিও আধপোড়া ব্যালটে সব দলেরই চিহ্ন আছে। নারায়ণগড় ব্লকের কাশীপুর,কুনারপুর, নারায়ণগড়, তুতরাঙ্গা-সহ একাধিক গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনের বেশ কয়েকটি আধপোড়া, ছেঁড়া ব্যালট পাওয়া গেছে।
কেন ব্যালট প্রকাশ্যে এল ? পোড়ানোই বা হল কেন ? বিজেপির অভিযোগ, ভোটের নামে লুট চলেছে। এসব তারই প্রমাণ। বিজেপির দাবি, বিষয়টি নিয়ে তারা আদালতে যাবেন। বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি অরূপ দাস জানান,” গণনার দিনেই ব্লক প্রশাসন ও পুলিশের নেতৃত্বে গণনার টেবিলেই কারচুপি হয়েছে। গণনা কেন্দ্রের ক্যাম্পাসের মধ্যে পোড়া ব্যালট পেপার উদ্ধার সেই অভিযোগকে সত্যি প্রমাণ করল। তথ্য-সহ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দল।” শুধু বিজেপি নয়, বিষয়টি নিয়ে সরব হয়েছে সিপিএমও।
advertisement
সিপিএমের রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা জানান, ” ভোট লুটের যা যা পরিকল্পনা সবটাই করা হয়েছে। তৃণমূল প্রশাসনকে সাথে নিয়ে একাজ করেছে। পোড়া ব্যালট সামনে আসা ভোট লুটের প্রমাণ। এটা মানুষের রায় না। রায় বদলে দেওয়া হয়েছে। আমাদের কাছে তথ্য প্রমাণ আছে। বিডিও আদালতে তার জবাব দেবেন।” পাশাপাশি এই ঘটনা কে আমল দিতে নারাজ তৃণমূল।
advertisement
নারায়ণগড় ব্লক তৃণমূলের সভাপতি সুকুমার জানা জানান ,” নিরাপত্তার ঘেরাটোপে গণনা হয়েছে। গণনার পরে ফল ঘোষণার এতদিন পর বিরোধীদের কেন অভিযোগ! তবে কি কারনে কী হয়েছে এখনও জানা নেই। কেন পুড়িয়ে দেওয়া হয়েছে তা প্রশাসন বলতে পারবে। আমরা তো পারব না।” যদিও প্রশাসনের জবাব, তাদের কাছে সমস্ত বৈধ ব্যালট আছে।যদিও পোড়া ব্যালট উদ্ধার ঘিরে চাঞ্চল্য শুরু হয়েছে।
advertisement
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: গণনা কেন্দ্রের পাশে উদ্ধার আধপোড়া ব্যালট! কারচুপির অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement