Panchayet Election: মুখোমুখি বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডের দুই পক্ষ! পঞ্চায়েতের পারদ চড়ছে কেশপুরের মাটিতে

Last Updated:

Panchayet Election: পঞ্চায়েত নির্বাচনের জেলা পরিষদের আসনে মুখোমুখি লড়াইয়ে কঙ্কাল কাণ্ডের অভিযুক্ত এবং মূল অভিযোগকারী

+
একই

একই আসনে প্রার্থী বেনা চাপরা কঙ্কাল কাণ্ডের অভিযুক্ত ও অভিযোগকারী

মেদিনীপুর: আবার সংবাদ শিরোনাম বেনাচাপড়া কঙ্কাল কান্ড। ২০১১ সালের সেই স্মৃতি ফের উস্কে দিল পঞ্চায়েত নির্বাচন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এবার প্রার্থী কঙ্কাল কাণ্ডের অভিযুক্ত এবং মূল অভিযোগকারী। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
এ বার পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ৫৯ নং আসনে কেশপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বেনাচাপড়া কঙ্কাল কান্ডের মূল অভিযোগকারী তৃণমুল প্রার্থী শ্যামল আচার্য্য। তাঁর বিরুদ্ধে টক্কর দিতে প্রস্তুত বেনাচাপড়া কঙ্কাল কান্ডে অভিযুক্ত সিপিআইএম প্রার্থী নিয়ামত হোসেন। ফলে কেশপুর-সহ গোটা পশ্চিম মেদিনীপুর জেলার মানুষের নজর কেড়েছে জেলাপরিষদের এই আসনটি। যদিও দুজনেই এই আসনে জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী।
advertisement
আরও পড়ুন: লঙ্কাও তিনশো টাকা কেজি! সবজি বাজারে আগুন, দাম শুনে আঁতকে উঠছেন ক্রেতার
প্রসঙ্গত, ২০১১ সালের ৪ঠা জুন গড়বেতা ও কেশপুর লাগোয়া বেনাচাপড়ার দাসেরবাঁধ এলাকায় মাটি খুঁড়ে বের করা হয় নরকঙ্কাল। তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল, ২০০২ সালের ২২ শে সেপ্টেম্বর ক্ষমতায় থাকাকালীন তৃণমুল নেতা অজয় আচার্য্য সহ ৭ জন তৃণমূল কর্মীকে মেরে পুঁতে দিয়েছিল সিপিআইএম। সেই কঙ্কালই বেরিয়েছে। সেই ঘটনায় আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন অজয় আচার্য্য-এর ছেলে তথা কেশপুর ব্লক তৃণমূলের সহ সভাপতি শ্যামল আচার্য্য।
advertisement
advertisement
প্রাক্তন মন্ত্রী তথা পশ্চিম মেদিনীপুর জেলা সিপিআইএম-এর সম্পাদক সুশান্ত ঘোষ সহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তদন্তভার যায় সিআইডি-র হাতে। সেই মামলায় সুশান্ত ঘোষ সহ একাধিক সিপিআইএম নেতাকে জেল খাটতে হয়েছে। তারই মধ্যে এবার সিপিএম ও তৃণমূলের সেয়ানে সেয়ানে লড়াই। একজন নির্বাচনে প্রচারের ময়দানে বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডকে যখন হাতিয়ার করেছেন, অন্যজন তখন সেই ঘটনাকে তৃণমুলের নাটক বলেই দাবি করেছেন মানুষের দরবারে। ফলত, কোনদিকে যাবে কেশপুরের এই আসনের নির্বাচনী আবহাওয়া, সেটাই এখন দেখার।
advertisement
Ranjan Chanda
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Panchayet Election: মুখোমুখি বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডের দুই পক্ষ! পঞ্চায়েতের পারদ চড়ছে কেশপুরের মাটিতে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement