West Medinipur News: কেশপুরের এক স্কুলে মদ মাংসের আসর বসানোর অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে
- Published by:Samarpita Banerjee
Last Updated:
আগামী বুধবার পর্যন্ত স্কুল বন্ধ এবং গ্রামবাসীদেরকে নিয়ে মিটিং করার পরেই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে
#পশ্চিম মেদিনীপুর- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ও পরিচালন কমিটির কয়েকজন মিলে মদ মাংস খেয়েছে, এই অভিযোগ তুলে বিক্ষোভ করে স্কুল বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটলো কেশপুরের মাই পুর প্রাথমিক বিদ্যালয়ে। গত শনিবার স্কুল ছুটির পরে স্কুলেরই এক শিক্ষকের বিয়ে হওয়ার দরুন স্কুলে অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের ও পরিচালন কমিটির কয়েকজনকে ভোজ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল স্কুলেই। আর তার পরেই আজ সোমবার স্কুলের সময় গ্রামের বেশ কিছু লোকজন ও অভিভাবক প্ল্যাকার্ড হাতে নিয়ে স্কুলে বিক্ষোভ করেন এবং শিক্ষক-শিক্ষিকাদের ঘেরাও করে রাখেন। তাদের অভিযোগ, স্কুলের ভেতরে জ্যান্ত পাঁঠা কাটা হয়েছে এবং মদ মাংস খাওয়া হয়েছে। এই অভিযোগে বেশ কিছুক্ষণ শিক্ষক-শিক্ষিকাদের ঘেরাও করে রাখেন, অবশেষে প্রধান শিক্ষক মুচলেকা দেওয়ার পরেই স্কুল থেকে বেরাতে পেরেছেন বলেই জানা যাচ্ছে।
আগামী বুধবার পর্যন্ত স্কুল বন্ধ এবং গ্রামবাসীদেরকে নিয়ে মিটিং করার পরেই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে ওই স্কুলে। স্কুলের প্রধান শিক্ষক স্বপন মিশ্র জানান, স্কুল ছুটির পরে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল শিক্ষক-শিক্ষিকাদের জন্য এবং স্কুল খোলার পরে ছাত্র-ছাত্রীদের খাওয়ানো হবে বলে জানিয়েছিলেন ওই শিক্ষক। কিন্তু যে অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন। মাংস কেনা হয়েছে বাইরে থেকেই, স্কুলে কোনো পাঁঠা কাটা হয়নি এবং মদ খাওয়ার মতন কোনো ঘটনা ঘটেনি । কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে, এবং প্রধান শিক্ষক মহাশয় জানান যে তাকে চাপ দিয়ে মুচলেকা লেখানো হয়েছে ।প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিশুই এর বক্তব্য, সংবাদমাধ্যমের কাছ থেকে তিনি শুনেছেন। ইতিমধ্যে খোঁজখবর নিচ্ছেন সেখানে যদি কোনো শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগের সত্যতা প্রমাণ হয় তাহলে সরকারিভাবে যা আইন রয়েছে সেই আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি ।
Location :
First Published :
February 22, 2022 7:29 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: কেশপুরের এক স্কুলে মদ মাংসের আসর বসানোর অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে