West Midnapore News: পেশায় চা ওয়ালা হলেও নেশা তার অদ্ভূত

Last Updated:

শংকর বাবুর কবিতা শুনতে শুনতে গরম চায়ে চুমুক দেন চা প্রেমীরা। বেশ কয়েক বছর বাংলা ধারাবাহিকে কাজও করেছেন তিনি।

+
আবৃত্তি

আবৃত্তি পরিবেশন করছেন শংকর বাবু 

পশ্চিম মেদিনীপুর: দোকানে চা পান করতে গিয়ে গান শোনাটা প্রায় চেনা ছবি চা প্রেমীদের। তবে চা পান করতে গেলে আবৃত্তি শোনানো হয় এমন দোকানের হদিশ মিলল পশ্চিম মেদিনীপুরের পিংলায়। আবৃত্তি তার ধ্যান ও জ্ঞান। একপ্রকার নেশাও বলা যেতে পারে। ছোট থেকেই আবৃত্তির প্রতি ধীরে ধীরে নিজের মননে বীজ বপন করেছিলেন পিংলার শংকর কৈলা।
নিজে থেকেই শুরু হয় আবৃত্তি চর্চা তার। তবে এখন নিজের কাজ সামলে কবিতা আবৃত্তি করাকেই জীবনের এক অঙ্গ হিসেবে বেছে নিয়েছেন পশ্চিম মেদিনীপুরের পিংলার ধনেশ্বরপুর এলাকার বাসিন্দা শংকর কৈলা। শংকর বাবুর একটি চা দোকান রয়েছে। দোকান সামলে অবসরে কবিতা লেখেন। কবিতার ভাব প্রকাশে তিনি আবৃত্তিও করেন। এটাই তার নেশা।
আরও পড়ুন: দীপান্বিতার আলোয় আলোকিত দক্ষিণ পূর্ব রেল, প্রথম ট্রেন চালালেন এই মহিলা
বিদ্যালয়ে পড়ার সময় থেকে তার এই আবৃত্তি চর্চা শুরু হয়। প্রথাগত কোনও তালিম জোটেনি তবুও নিজের মনের জোরকে সঙ্গী করে আজ তিনি এলাকার ডাকাবুকো বাচিক শিল্পী। সকাল থেকে সন্ধ্যা তার সময় কাটে চা বানিয়ে। খদ্দের সামলে অবসর সময়ে ভরসা আবৃত্তি করা। জীবনের ৪৩ টা বছর তিনি তার চা দোকান সামলে কাটিয়েছেন। বাকি জীবনেও হয়তো ভরসা সেই চায়ের দোকান। তবে আবৃত্তির সঙ্গে যেন তার আত্মার আত্মীয়।
advertisement
advertisement
আরও পড়ুন: বাড়ছে ফেক কয়েন বিক্রি, কী ভাবে সাবধান হবেন?
বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেছেন শংকর বাবু। বিভিন্ন বিদ্যালয়ের অনুষ্ঠানেও ডাক পেয়েছেন আবৃত্তি পরিবেশনের জন্য। কখনও সখনও আবার চা প্রেমীদের নিজের লেখা কবিতা কিংবা বিভিন্ন কবির লেখা কবিতা শোনান। শংকর বাবুর কবিতা শুনতে শুনতে গরম চায়ে চুমুক দেন চা প্রেমীরা। বেশ কয়েক বছর বাংলা ধারাবাহিকে কাজও করেছেন তিনি। যতদিন বাঁচবেন কাটাতে চান কবিতার সঙ্গে, যতদিন গলার জোর আছে ততদিন চান আবৃত্তি করতে। এভাবেই শিল্পীর শিল্পসত্ত্বা বেঁচে থাকুক।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: পেশায় চা ওয়ালা হলেও নেশা তার অদ্ভূত
Next Article
advertisement
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
  • সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র !

  • আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা

  • তার পরে তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে

VIEW MORE
advertisement
advertisement