Municipal Election : ৭ টি পৌরসভার ভোটকে ঘিরে নাকা চেকিং, পুলিশি রুটমার্চ এর পাশাপাশি চলছে আকাশপথেও নজরদারি

Last Updated:

মূলত সাধারণ ভোটাররা যাতে কোনো রকম ভয়ভীতি ছাড়া তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার সমস্ত ব্যবস্থা করছে পুলিশ

+
আকাশপথে

আকাশপথে নজরদারি পুলিশের।

#পশ্চিম মেদিনীপুর- এবার পশ্চিম মেদিনীপুর জেলার ৭ টি পৌরসভার ভোটকে ঘিরে নাকা চেকিং, পুলিশী রুটমার্চ এর পাশাপাশি আকাশপথেও নজরদারি চালানো শুরু করলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। আগামী ২৭ শে ফেব্রুয়ারি মেদিনীপুর সহ জেলার পৌরসভার নির্বাচনের প্রাক্কালে তৎপর ভূমিকায় দেখা গেল পুলিশকে। মেদিনীপুর পৌর এলাকার বিভিন্ন লজ গুলিতে হানা দিল পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে শুক্রবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের বিভিন্ন লজ গুলিতে তল্লাশী চালায় পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, মুলত পৌরসভা নির্বাচনের দিন কোনো রকম অশান্তি যাতে না সৃষ্টি হয়, সেই লক্ষ্যেই আগে ভাগেই দুষ্কৃতিকারীদের খোঁজে একদিকে যেমন মেদিনীপুর শহরের প্রবেশ পথ গুলিতে গাড়ি থামিয়ে চালানো হচ্ছে তল্লাশী, তেমনই শহরের অলিগলি থেকে রাজপথে দফায় দফায় চলছে পুলিশের রুট মার্চ। পাশাপাশি শহরের আশেপাশে নির্জন স্থান গুলিতে এবং বিভিন্ন পরিত্যক্ত বাড়িতে তল্লাশি চালানো হয় পুলিশের তরফে। সন্দেহজনক মানুষজনদের করা হচ্ছে জিজ্ঞাসাবাদ।
পশ্চিম মেদিনীপুরের ৭ টি পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা ঠিক রাখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। বুধবার জেলা পুলিশ সুপার কার্যালয় সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন জেলা পুলিশ সুপার দিনেশ কুমার। তিনি জানান, নির্বাচনের দিন জেলার সাতটি পৌরসভার প্রতিটি বুথে থাকবে অস্ত্র কড়া পুলিশি প্রহরা। এছাড়াও ইন্সপেক্টর রেঙ্ক অফিসার থাকবে HR অফিস, DCRC, স্ট্রং রুম আর একেকটি PS রিজার্ভ হিসেবে থাকছে। পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ কর্মীদেরই লাগানো হচ্ছে নির্বাচনের কাজে, কিছু ফোর্স ঝাড়গ্রাম থেকে আনা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের জন্য। এছাড়াও নাকা চেকিং পয়েন্ট থাকছে। থাকবে পুলিশ পেট্রোলিং। মূলত সাধারণ ভোটাররা কোনো রকম ভয়ভীতি ছাড়া তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার সমস্ত ব্যবস্থা করবে পুলিশ। অবাধ ও শান্তিপূর্ন ভাবে নির্বাচন করার বিষয়ে পুলিশ সচেষ্ট এবং তার জন্য সবরকম পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ।
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Municipal Election : ৭ টি পৌরসভার ভোটকে ঘিরে নাকা চেকিং, পুলিশি রুটমার্চ এর পাশাপাশি চলছে আকাশপথেও নজরদারি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement