Farmer's Suicide: ঋণ নিয়ে চাষ করা ৪ বিঘা আলুই জলের তলায়, আত্মহত্যা পশ্চিম মেদিনীপুরের কৃষকের

Last Updated:

এই ঘটনার পর এলাকায় নেমে আসে শোকের ছায়া। এলাকার অন্যান্য আলুচাষীরাও আশঙ্কায় রয়েছেন। এমতাবস্থায় তারা চাইছেন, সরকার এই সময় ক্ষতিগ্রস্ত চাষীদের পাশে দাঁড়ালে হয়তো অনেক চাষী আত্মহত্যার পথ বেছে নেবে না

+
মৃত

মৃত আলু চাষী

#পশ্চিম মেদিনীপুর-  ঋণ নিয়ে চাষ করা ৪ বিঘা আলুই জলের তলায়! আত্মহত্যা পশ্চিম মেদিনীপুরের কৃষকের। অনেক কষ্টে ৪ বিঘা আলু চাষ করেছিলেন। সাম্প্রতিক, শিলাবৃষ্টি আর অতিবৃষ্টিতে সবটাই জলের তলায়। মানসিক অবসাদে তাই আত্মহত্যা করলেন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার লক্ষণপুর এলাকার কৃষক দেবাশীষ মান্না। বয়স আনুমানিক ৫০। শনিবার সকালে পরিবারের সদস্যরা বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন! ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেবাশীষ বেশ অবস্থাপন্ন কৃষক-ই ছিলেন। তবে, সম্প্রতি মেয়ের বিয়ে হয়েছে এবং ছেলে বাইরে পড়াশোনা করছে। তার মধ্যেই, সমবায় সমিতিতে ঋণ করে ৪ বিঘা আলু চাষ করেছিলেন! কিন্তু, পরপর বৃষ্টিতে তাঁর অন্যান্য ফসলের যেমন ক্ষতি হয়েছিল, ঠিক তেমনই গত দু'দিনের শিলাবৃষ্টি ও অতিবৃষ্টিতে সমস্ত আলুও নষ্ট হয়ে যায়। এর ফলেই, মানসিক হতাশা ও দুশ্চিন্তায় ভুগতে শুরু করেন তিনি। সেই, দুশ্চিন্তা থেকেই শনিবার ভোর রাতে গলায় দড়ি দেন দেবাশীষ। পরিবারের সদস্যরা তা দেখতে পেয়েই, স্থানীয়দের সহায়তায় স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু, চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়ে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে এই ঘটনার পর এলাকায় নেমে আসে শোকের ছায়া। এলাকার অন্যান্য আলুচাষীরাও আশঙ্কায় রয়েছেন। এমতাবস্থায় তারা চাইছেন, সরকার এই সময় ক্ষতিগ্রস্ত চাষীদের পাশে দাঁড়ালে হয়তো অনেক চাষী আত্মহত্যার পথ বেছে নেবে না।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Farmer's Suicide: ঋণ নিয়ে চাষ করা ৪ বিঘা আলুই জলের তলায়, আত্মহত্যা পশ্চিম মেদিনীপুরের কৃষকের
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement