West Midnapore News: বসেছে সাব-মার্শিবাল, তবুও বিগত ৪ বছর জল পাচ্ছেনা গড়বেতার বিলা গ্রামের প্রচুর মানুষ 

Last Updated:

গড়বেতা ৩ নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই বন্দ্যোপাধ্যায়ের দাবি, অনেক আদিবাসী এলাকায় পানীয় জলের সমস্যার সমাধান করা হয়েছে। তবে কয়েকটা জায়গায় সামান্য সমস্যা রয়েছে, সে গুলো খুব শীঘ্রই মিটে যাবে।

+
সাব

সাব মার্শিবলের মাথায় ঢাকা দেওয়া 

#পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের আলু উৎপাদন, রপ্তানি, আলুর স্টকের দিক থেকে অতিগুরুত্বপূর্ণ হল গড়বেতা ৩ নং ব্লক। পশ্চিম মেদিনীপুরের আলু বীজ থেকে আলুর স্টক ও আমদানি রপ্তানি এই ব্লক থেকেই হয়। অন্যদিকে আলুর চাষও সবথেকে বেশি পরিমাণে হয়ে থাকে এই ব্লকে ফলে এই ব্লকে চাষবাসের সঙ্গে যুক্ত রয়েছে অধিকাংশ মানুষ। ফলে আর্থ-সামাজিক দিক থেকে এই এলাকার মানুষ অনেকটাই স্বচ্ছল। তবে এই ব্লকে দরিদ্র বা দিনমজুর, শ্রমিকের সংখ্যাও রয়েছে বেশ ভালই। তবে এই ব্লকের বেশকিছু এলাকায় এখনও বেশ কিছু অভাব অভিযোগ রয়েছে। তারমধ্যে যেমন রাস্তাঘাট, পানীয় জল, আলো ইত্যাদি। বিশেষত তপশিলি জাতি ও উপজাতি অধ্যুষিত এলাকা গুলিতে।
আরও পড়ুন East Medinipur News: শিক্ষা দফতরের গোডাউনে ছাগল! বইয়ের উপর বসে করছে যাচ্ছেতাই কাণ্ড
গড়বেতার ৩ নং ব্লক অফিস থেকে মাত্র ১ কিমি দুরে বেলিয়া গ্রামে বসবাস প্রায় ৪/৫০০ পারিবারের। কিন্তু এই এলাকায় নেই স্থায়ী কোনও পানীয় জলের ব্যবস্থা। ফলে অন্য জায়গা থেকে আনতে হয় পানীয় জল। এলাকাবাসীদের অভিযোগ, বিগত প্রায় ৩/৪ বছর আগে এলাকার বিধায়ক উত্তরা সিংহ হাজরা এলাকায় গিয়ে পানীয় জলের সমস্যা দেখে একটি সাব মার্শিবাল বসানোর উদ্যোগ নেয়। এলাকায় পাইপ পুঁতে বিদ্যুৎ সংযোগ দেওয়াও হয়, কিন্তু পানীয় জলের কলের পাইপলাইন আর বসানো হয়নি। ফলে সাবমার্শিবাল বসলেও মিলছে না পানীয় জল।
advertisement
বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য গৌতম কোয়াড়ির অভিযোগ, বিগত ১১ বছরে উন্নয়নের নামে শুধু লুঠ হয়েছে। প্রকৃত পাওয়ার যোগ্য মানুষেরা বঞ্চিত হয়েছেন। অন্যদিকে যদিও গড়বেতা ৩ নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই বন্দ্যোপাধ্যায়ের দাবি, অনেক আদিবাসী এলাকায় পানীয় জলের সমস্যার সমাধান করা হয়েছে। তবে কয়েকটা জায়গায় সামান্য সমস্যা রয়েছে, সে গুলো খুব শীঘ্রই মিটে যাবে। মানুষের অভাব অভিযোগ রয়েছে, আগামিদিনে সেগুলিও মেটানোর চেষ্টা করব রাজ্য সরকারের সাহায্য সহযোগিতায়।
advertisement
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: বসেছে সাব-মার্শিবাল, তবুও বিগত ৪ বছর জল পাচ্ছেনা গড়বেতার বিলা গ্রামের প্রচুর মানুষ 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement