West Medinipur Tragic Death: স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল একাদশ শ্রেণির ছাত্র! পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ের মর্মান্তিক ঘটনা।
- Published by:Samarpita Banerjee
Last Updated:
বছরকয়েক আগে এই কেলেঘাই নদীতেই স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলেন সুব্রত'র পাড়াতুতো সম্পর্কের দুই কাকিমা ও জেঠিমা। ফের সেই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি-তে শোকস্তব্ধ পরিজন থেকে গ্রামবাসী সকলেই!
#পশ্চিম মেদিনীপুর : বছর কয়েক আগেই যে নদীতে তলিয়ে গিয়েছিলেন গ্রামের দুই গৃহবধূ, সেই একই নদীতে তলিয়ে গেল একই গ্রামের এক কিশোর (West Medinipur Tragic Death)! হৃদয় বিদারক মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের দারিমারা গ্রামে। স্থানীয় সুত্রে জানা গেছে, নারায়নগড় ব্লকের স্থানীয় বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠের একাদশ শ্রেণির ছাত্র, বছর ১৬'র সুব্রত খেলাড়, শুক্রবার দুপুরে গ্রামের অন্যান্য ছেলেদের সঙ্গে গ্রাম লাগোয়া কেলেঘাই নদীতে স্নান করতে নেমেছিল। আর, স্নান করতে নেমেই ভরা নদীর জলে তলিয়ে যায় সুব্রত! বাকি বন্ধুদের চিৎকারে গ্রামবাসীরা যখন ছুটে এসে সুব্রত'কে জল থেকে তোলেন, ততক্ষণে তার মৃত্যু হয়েছে! মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।
গ্রামবাসীদের মাধ্যমে জানা গেল, বছরকয়েক আগে এই কেলেঘাই নদীতেই স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলেন সুব্রত'র পাড়াতুতো সম্পর্কের দুই কাকিমা ও জেঠিমা। ফের সেই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি-তে শোকস্তব্ধ পরিজন থেকে গ্রামবাসী সকলেই (West Medinipur Tragic Death)! শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে নদীর জলে তলিয়ে যায় একাদশ শ্রেণির এই ছাত্র। স্থানীয় মানুষদের চেষ্টায় কিছুক্ষণ পরে জল থেকে সুব্রতকে তোলা হলে, ততক্ষণে সব শেষ! নারায়ণগড় থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। এই ঘটনার পর পরিবার পরিজন থেকে প্রতিবেশী ও কিশোরের বন্ধু বান্ধব মহলে নেমে এসেছে শোকের ছায়া।
advertisement
Partha Mukherjee
advertisement
Location :
First Published :
December 18, 2021 8:04 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur Tragic Death: স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল একাদশ শ্রেণির ছাত্র! পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ের মর্মান্তিক ঘটনা।