West Midnapore News: একাধিক ট্রেন বাতিল খড়গপুরে! তালিকায় রয়েছে লোকালও, জেনে নিন বিস্তারিত

Last Updated:

মঙ্গলবার অর্থাৎ ২০ ডিসেম্বর আদ্রা ডিভিশনে আধুনিকীকরণ বা ডেভেলপমেন্টের কাজ (Developmental Work) চলবে।

খড়গপুর রেলওয়ে 
খড়গপুর রেলওয়ে 
#পশ্চিম মেদিনীপুর: আদ্রা লাইনে চলবে কাজ। মঙ্গলবার বাতিল আরণ্যক, হাতিয়া, রূপসী বাংলা! মেদিনীপুর-খড়গপুরে ঢুকবেনা গোমো, আদ্রা মেমু।
আগামী মঙ্গলবার অর্থাৎ ২০ ডিসেম্বর আদ্রা ডিভিশনে আধুনিকীকরণ বা ডেভেলপমেন্টের কাজ (Developmental Work) চলবে। তাই, ওইদিন একাধিক এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হল দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) তরফে। বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানা গেছে। যাত্রীদের যাতে অসুবিধায় না পড়তে হয়, সেজন্যই বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে রেলের তরফে। ওই দিন মঙ্গলবার (২০ ডিসেম্বর) সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে, আদ্রা-খড়গপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার স্পেশাল (০৮৬৮৬/০৮৬৮৫); সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস (১২৮৮৩/১২৮৮৪); শালিমার-ভোজুডি-শালিমার আরণ্যক এক্সপ্রেস (১২৮৮৫/১২৮৮৬) এবং খড়গপুর-হাতিয়া-খড়্গপুর এক্সপ্রেস (১৮০৩৫/১৮০৩৬)।
advertisement
advertisement
অন্যদিকে, আদ্রা ডিভিশনের আরও দু'টি ট্রেনের যাত্রাপথ সঙ্কুচিত করা বা কমানো হয়েছে (Short Terminated)। ট্রেন দুটি চললেও, ঢুকবে না মেদিনীপুর-খড়গপুর অবধি। এই দু'টি ট্রেন হল, যথাক্রমে- গোমো-খড়্গপুর-গোমো এক্সপ্রেস (১৮০২৪/১৮০২৩) এবং আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু স্পেশাল (০৮৬৮০/০৮৬৭৯)। দু'টি ট্রেনই ওই দিন (২০ ডিসেম্বর) বাঁকুড়া পর্যন্ত চলবে এবং বাঁকুড়া থেকেই ছাড়বে। ফলে, ওই দিন অসুবিধায় পড়তে পাড়েন খড়গপুর বা মেদিনীপুর থেকে বাঁকুড়া গামী যাত্রীরা।
advertisement
রেলের তরফে বেশকিছু ক্ষেত্রে আধুনিকীকরণের কাজের জন্য দক্ষিণ পূর্ব রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর জন্য যাত্রী সাধারণের সামান্য হলেও সমস্যায় পড়তে হবে। প্রসঙ্গত, আদ্রা বিভাগে রেলের বেশকিছু ডেভেলপমেন্টের কাজ হবে আগামী ২০ ডিসেম্বর।
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: একাধিক ট্রেন বাতিল খড়গপুরে! তালিকায় রয়েছে লোকালও, জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement