West Medinipur News: বিশেষভাবে সক্ষমদের মাঝে জমজ মেয়েদের জন্মদিন পালন করলেন মহাকুমাশাসক! কিন্তু কেন?
- Published by:kaustav bhowmick
Last Updated:
দুই মেয়ে ও পরিবারের সদস্যদের নিয়ে মহকুমাশাসক দাসপুর নির্বাক মঠের বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যান। সঙ্গে ছিল বার্থডে কেক। সেখানকার ছেলেমেয়েদের সঙ্গে সেই কেক কেটে এবং মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে দুই মেয়ের জন্মদিন পালন করেন।
পশ্চিম মেদিনীপুর: তিনি গোটা মহকুমার মাথা। কিন্তু কর্তব্য পালনের পাশাপাশি তাঁর মন পড়ে থাকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। করোনা হোক কিংবা বন্যা, যে কোনও সময় আর্ত মানুষের পাশে পাওয়া যায় ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাসকে। শুধু প্রশাসক হিসেবে নয়, মানুষ ও মানবিক দিক থেকে উজ্জ্বল এই আধিকারিক। তাঁর সেই মানবিক মনের পরিচয় আরও একবার পেল ঘাটালের মানুষ।
নিজের দুই যমজ মেয়ের জন্মদিনে আর পাঁচটা লোকের মত বৈভব প্রদর্শন করতে চাননি সুমন বিশ্বাস। বদলে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের সঙ্গে কাটলেন দুই মেয়ের জন্মদিনের কেক। ঘাটালের মহকুমা শাসকের জমজ দুই মেয়ের নাম শ্রীণীকা ও তৃষিতা। তাদের পাঁচ বছরের জন্মদিন পালনের জন্য এমনই অভিনব পথ বেছে নিলেন তিনি।
advertisement
advertisement
দুই মেয়ে ও পরিবারের সদস্যদের নিয়ে মহকুমাশাসক দাসপুর নির্বাক মঠের বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যান। সঙ্গে ছিল বার্থডে কেক। সেখানকার ছেলেমেয়েদের সঙ্গে সেই কেক কেটে এবং মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে দুই মেয়ের জন্মদিন পালন করেন। মধ্যাহ্নভোজের সময় নিজের হাতে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের খাবার পরিবেশন করেন মহকুমাশাসক সুমন বিশ্বাস। তাঁর এই মানবিক উদ্যোগের কথা জানতে পেরে সবাই যেমন অবাক হয়েছেন তেমনই তাঁর দুই যমজ মেয়েকে দু'হাত তুলে আশীর্বাদও করেছে মানুষ।
advertisement
রঞ্জন চন্দ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 05, 2023 7:02 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: বিশেষভাবে সক্ষমদের মাঝে জমজ মেয়েদের জন্মদিন পালন করলেন মহাকুমাশাসক! কিন্তু কেন?