West Midnapore News: হাজার থেকে ১৫০, রিক্সার সংখ্যা কমতে কমতে বিলুপ্তির পথে, খাবার জুটছে না চালকদের

Last Updated:

যুগের সঙ্গে সময় পাল্টেছে আর তাই রিক্সা ছেড়ে বাজারে এসেছে অটো এবং টোটো। আর এই অটো ও টোটোতে মানুষ যাতায়াত শুরু করায় রিক্সাওয়ালাদের রুটিরুজিতে টান পড়েছে। রোজগারের কমে দাঁড়িয়েছে ২০০-৩০০ টাকায়।

+
রিক্সাওয়ালা 

রিক্সাওয়ালা 

#পশ্চিম মেদিনীপুর: একসময় দিনে ৫০০ টাকাও রোজগার হত। কিন্তু এখন ৩০ টাকা রোজগার করতে হিমশিম খেতে হয়। আর তাই ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে রিক্সা।
রিক্সা চালানোর পাশাপাশি পেট চালাতে ভিন্ন কাজ খুঁজছেন চালকেরা। একসময় শহর থেকে গ্রামে রিক্সার প্রাচুর্য ছিল। চাহিদাও ছিল কত! এখন ভাড়া তো মিলছেই না, উল্টে জুটছে তিরস্কার। এরকমই অবস্থা জঙ্গলমহল অধ্যুষিত মেদিনীপুরের খেটে খাওয়া রিক্সাওয়ালাদের।
advertisement
advertisement
তাই তাঁরা এখন রিকশা চালানোর উপর নির্ভর করে পেট চালাতে পারছেন না। অন্য কাজেও হাত লাগিয়েছে। যদিও এই মেদিনীপুরের বেশিরভাগ অর্ধশিক্ষিত মানুষেরা একসময় রিক্সা চালিয়ে জীবন যাপন করতেন। রিক্সাওয়ালাদের জন্য এক সময় পৌরসভা থেকে রিক্সার স্ট্যান্ড করে দেওয়া হয় শহরের বিভিন্ন মোড়ে। স্টেশন থেকে বাসস্ট্যান্ড, কলেজ এবং স্কুল গেটে দেখা মিলত হাজার হাজার রিক্সাওয়ালাদের। দিন হোক বা রাত, এই রিক্সা চালিয়েই জীবিকা নির্বাহ।
advertisement
কিন্তু যুগের সঙ্গে সময় পাল্টেছে আর তাই রিক্সা ছেড়ে বাজারে এসেছে অটো এবং টোটো। আর এই অটো ও টোটোতে মানুষ যাতায়াত শুরু করায় রিক্সাওয়ালাদের রুটিরুজিতে টান পড়েছে। ৫০০-৭০০ টাকা রোজগারের জায়গায় তা কমে এসে দাঁড়িয়েছে ২০০-৩০০ টাকায়। জীবিকার আশঙ্কায় আতঙ্কিত রিক্সাওয়ালারা এখন দিনে দুপুরের ফাটা রোদে দাঁড়িয়ে রয়েছেন শহরের মোড়ে মোড়ে। একাধিকবার হাঁক ডেকেও পাচ্ছেন না যাত্রীদের সাড়া। তাই মালিকের দেওয়া রিক্সায় প্রতিদিন ভাড়া তুলতে হিমশিম খাচ্ছেন তাঁরা। কোনও দিন কেবল ভাত জোটে। কোনও দিন শুকনো মুড়ি খেয়েই দিন কাটাতে হচ্ছে তাঁদের।
advertisement
এই অসময়ে পাশে পাওয়া যায়নি মেদিনীপুরের পৌরসভাকে। পাওয়া যায়নি প্রশাসনের কোন সাহায্য। তাই এই নস্টালজিক রিক্সা হারিয়ে যাচ্ছে প্রতিদিন একটু একটু করে। অনেকেই রিক্সা চালানোর পাশাপাশি ভিন্ন ভিন্ন কাজে লেগে পড়ছেন শুধুমাত্র সংসার ও পেট চালাতে। তাঁরা চাইছেন সাহায্যের হাত বাড়িয়ে দিক মেদিনীপুর পৌরসভা ও প্রশাসন। এক সময় মেদিনীপুর শহরে যে রিক্সার সংখ্যা ছিল কয়েক হাজার, তা এখন দাঁড়িয়েছে ১৫০-তে।
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: হাজার থেকে ১৫০, রিক্সার সংখ্যা কমতে কমতে বিলুপ্তির পথে, খাবার জুটছে না চালকদের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement