Ratha Yatra 2023: দিনকাল বদলে যাচ্ছে, রথ টানতে আগ্রহ হারাচ্ছে ছোটরা, বিক্রি কমছে, চিন্তায় শিল্পীরা

Last Updated:

Ratha Yatra 2023: পশ্চিম মেদিনীপুরের এই গ্রামে তৈরি হয় কাঠের জগন্নাথ-বলরাম-সুভদ্রার ছোট ছোট প্রতিমা রথের সময়৷

+
title=

মেদিনীপুর: বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম রথযাত্রা। এই রথযাত্রাকে কেন্দ্র করে মেতে ওঠেন আট থেকে আশি সকলে। গ্রামীণ পাড়া এলাকায় ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা ছোট্ট রথ বানিয়ে তাতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা কে নিয়ে রথ টানত। তবে কালের নিয়ম কমেছে সেই রথ টানার ইচ্ছেটুকু।
এখন ছোট ছোট ছেলে মেয়েরা কেনে না রথ। কালের বদলের সঙ্গে সঙ্গে বিক্রিও কমছে কাঠের রথ কিংবা কাঠের বা মাটির তৈরী জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তির। পশ্চিম মেদিনীপুরে কেশিয়ারির বাসিন্দা নারায়ণ বেরা বেশ কয়েক বছর ধরেই রথের সময় কাঠের জগন্নাথ, বলরাম, সুভদ্রা এমনকি ছোট ছোট রথ তৈরি করেন। রথের দিন কেশিয়াড়ি বাজারে গিয়ে বিক্রি করেন বানানো জিনিস গুলো। তবে এখন সেই বিক্রি কমেছে।
advertisement
advertisement
সভ্যতার উন্নতির সাথে সাথে ছোট ছোট ছেলে মেয়েরা নির্ভর হয়ে পড়ছে মোবাইল দুনিয়ায়। স্বাভাবিকভাবে বিক্রি কমছে খেলনা সহ অন্যান্য জিনিসপত্রের। রথের দিন যখন ছোট ছোট ছেলেমেয়েরা নিজেরা হাতে বানানো রথ টানতে ব্যস্ত থাকতো, বর্তমানে হাতেগোনা কয়েকটা দেখা গেলেও এখন সেই রথ টানা প্রবণতা আর নেই। তাই বিক্রি কমেছে কাঠের ছোট ছোট জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি।
advertisement
তবু রথের দিন তিনি রথের মেলায় এই হাতে বানানো কাঠের রথ এবং কাঠের জগন্নাথ বলরাম সুভদ্রা বিক্রি করবেন। তবে কালের নিয়মে হারিয়ে যাবে না তো সংস্কৃতি?
advertisement
Ranjan Chanda
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Ratha Yatra 2023: দিনকাল বদলে যাচ্ছে, রথ টানতে আগ্রহ হারাচ্ছে ছোটরা, বিক্রি কমছে, চিন্তায় শিল্পীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement