West Medinipur News: ডেঙ্গি ঠেকাতে বাড়ি বাড়ি গিয়ে ব্লিচিং পাউডার ও চুন ছড়াচ্ছেন মুদি দোকানী
- Reported by:RANJAN CHANDA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
ডেঙ্গি ঠেকাতে ব্যক্তিগত উদ্যোগে লড়াইয়ে নেমেছেন দাঁতনের মুদি দোকানী! তাঁর কাজ শুনলে অবাক হবেন
পশ্চিম মেদিনীপুর: জেলাজুড়ে উত্তরোত্তর বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের। এমন সঙ্কটজনক পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গি নিয়ে সচেতনতা গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন এক মুদি ব্যবসায়ী। তাঁর কর্মকান্ড দেখলে শ্রদ্ধায় মাথা নত হবে আপনারও।
নিজের ব্যক্তিগত উদ্যোগে এবং ব্যক্তিগত খরচে বাড়িতে বাড়িতে গিয়ে ডেঙ্গি সচেতনতা প্রচারের পাশাপাশি ব্লিচিং পাউডার, চুন এবং মশা নাশক স্প্রে করছেন দাঁতনের মুদি দোকানী প্রশান্ত চন্দ। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মোগলমারির বাসিন্দা প্রশান্তবাবু। তাঁর একটি ভুসিমালের দোকান আছে। দোকান থেকে যা অর্থ রোজগার হয় সংসার সামলে বেঁচে যাওয়া বাকি অর্থ দিয়ে তিনি প্রতিনিয়ত নানান সমাজ সচেতনতামূলক কাজ করেন। করোনা আবহে সাধারন মানুষকে সচেতন করতে বিভিন্ন জায়গায় প্রচার করেছেন। এবার ডেঙ্গি বাড়তেই ফের তিনি মশা মারার উপকরণ এবং সতর্কবার্তা নিয়ে ময়দানে নেমে পড়েছেন।
advertisement
advertisement
প্রশান্ত চন্দর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে এলাকাবাসী। আসন্ন দুর্গাপুজো পর্যন্ত প্রতিদিন নিয়ম করে বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে সাধারণ মানুষকে সচেতনতামূলক বার্তা দেওয়ার পাশাপাশি তিনি মশা মারার জন্য ব্লিচিং ছড়াবেন এবং বিশেষ তেল স্প্রে করবেন। তাঁর মত যদি সব জায়গাতেই কিছুজন করে এগিয়ে আসেন তাহলে ডেঙ্গির বিরুদ্ধে আমাদের লড়াই আরও সহজ হবে।
advertisement
রঞ্জন চন্দ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 28, 2023 3:25 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: ডেঙ্গি ঠেকাতে বাড়ি বাড়ি গিয়ে ব্লিচিং পাউডার ও চুন ছড়াচ্ছেন মুদি দোকানী







