Paschim Medinipur News: অপরাধ দমনের পাশাপাশি এবার বিপণনেও পুলিশ!

Last Updated:

এবার চাকরির পাশাপাশি বিপননেও পুলিশ। তৃণমুল সরকারের আমলে প্রতি বছরই রাজ্যের বিভিন্ন জেলায় আয়োজিত হয় "বাংলা মোদের গর্ব" মেলা, প্রদর্শনী ও এক্সপো। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান।

+
হস্তশিল্প

হস্তশিল্প সামগ্রী বিক্রয়ের দৃশ্য 

#পশ্চিম মেদিনীপুর : এবার চাকরির পাশাপাশি বিপননেও পুলিশ। তৃণমুল সরকারের আমলে প্রতি বছরই রাজ্যের বিভিন্ন জেলায় আয়োজিত হয় "বাংলা মোদের গর্ব" মেলা, প্রদর্শনী ও এক্সপো। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান। সেইমত এবছরও পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে মেদিনীপুর শহরের কলেজ কলেজিয়েট ময়দানে ৯ ই ডিসেম্বর থেকে ১১ ই ডিসেম্বর তিনদিন ব্যাপী আয়োজন করা হয়েছিল "বাংলা মোদের গর্ব" মেলা প্রদর্শনী ও এক্সপো এর।
যেখানে একদিকে যেমন রাজ্য সরকারের বিভিন্ন দফতরের পক্ষ থেকে তাদের উল্লেখযোগ্য কর্মসূচির স্টল দেওয়া হয়েছিল তেমনই বিভিন্ন স্ব সহায়ক দল ও হস্তশিল্পীদের তৈরি বস্ত্র থেকে শুরু করে বাড়ি সাজানোর বিভিন্ন সামগ্রীর স্টলও ছিল। তবে এরই মাঝে এই প্রথম কোন মেলায় স্টল দেখা গেল পুলিশের তরফে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকেও এই মেলায় দেওয়া হয়েছিল বস্ত্র ও বাড়ি সাজানোর সামগ্রীর প্রদর্শনী ও বিপনন স্টল।
advertisement
আরও পড়ুনঃ কেশপুরের বিকলচকের মানুষ পাচ্ছেন না ১০২ অ্যাম্বুলেন্স পরিষেবা
কার্যতই অপরাধ দমনের পাশাপাশি এবার হস্তশিল্প প্রদর্শনী ও বিপননেও সামিল হল জেলার মহিলা পুলিশ কর্মীরা। শুধু বিপননই নয় সাথে ছিল সাইবার ক্রাইম নিয়ে সচেতনতার বার্তা। যা দৃষ্টি আকর্ষণ করেছিল মেলায় আগত মানুষদের। স্টলে উপস্থিত মহিলা পুলিশ কর্মীরা জানায়, তাদের স্টলে যেমন হস্তশিল্পী হাতে তৈরি বিভিন্ন পোশাক ছিল, তেমনই ছিল বাড়ি সাজানোর সামগ্রীর সম্ভার।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মেদিনীপুরে 'বাংলা মোদের গর্ব' মেলায় হস্তশিল্পীদের তৈরি নানা সামগ্রী
একই সঙ্গে স্টলে আগত মানুষদের জন্য ছিল সাইবার ক্রাইম, চাইল্ড ট্রাফিকিং, মোবাইল ফ্রড সহ বিভিন্ন অপরাধ সম্পর্কে সচেতনতার বার্তা। মহিলা পুলিশ কর্মীরা জানায়, এই প্রথম পুলিশের তরফে স্টল দেওয়া হয়েছে। মানুষের সাড়া ছিল ভালই। স্টলে আগত অনেকেই মজা করে বলছে, যে এবার কি চাকরির পাশাপাশি ব্যবসাতেও পুলিশ!
advertisement
Partha Mukherjee
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: অপরাধ দমনের পাশাপাশি এবার বিপণনেও পুলিশ!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement