West Midnapore News: ডিএ নিয়ে আন্দোলন, যোগদান শিক্ষকদের, একদিন অনুপস্থিত থাকায় এ কী করলেন অভিভাবকরা!

Last Updated:

West Midnapore News: শনিবার স্কুল হলেও বেশ কিছুক্ষণ ঢুকতে দেওয়া হল না শিক্ষক-শিক্ষিকাদের। পরে ওই শিক্ষকদের সঙ্গে আলোচনা করে প্রায় ঘণ্টাখানেক পর শিক্ষকদের বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়।

+
বাধা

বাধা শিক্ষকদের 

পশ্চিম মেদিনীপুর: প্রাপ্য ডিএ পাচ্ছেন না শিক্ষকেরা। তাই শুক্রবার সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে সমর্থন জানিয়ে বিভিন্ন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন শিক্ষকেরা। একইভাবে পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়ির কুলবনি হাইস্কুলে প্রায় ১৮ জন শিক্ষক অনুপস্থিত ছিলেন। তথৈবচ অবস্থায় চলেছিল শুক্রবারের দৈনিক পঠনপাঠন। এমনই অভিযোগ গ্রামবাসীদের।
আর তার জেরে শনিবার স্কুল খুলতেই শুক্রবারে অনুপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ঢুকতে বাধা দেন অভিভাবক ও এলাকাবাসীর। বাধ্য হয়ে মাঠেই দাঁড়িয়ে থাকতে হল শুক্রবারের অনুপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের। শুধু তাই নয়, অভিভাবকেরা শিক্ষকদের কাছে শুক্রবারে বিদ্যালয়ে না আসার কারণও জানতে চান।
advertisement
advertisement
শনিবার স্কুল হলেও বেশ কিছুক্ষণ ঢুকতে দেওয়া হল না শিক্ষক-শিক্ষিকাদের। পরে ওই শিক্ষকদের সঙ্গে আলোচনা করে প্রায় ঘণ্টাখানেক পর শিক্ষকদের বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়। আন্দোলনকারী অভিভাবকদের অভিযোগ, শিক্ষকরা অনুপস্থিত থাকায় শুক্রবারের পড়াশোনায় অসুবিধা হয়েছে ছাত্র-ছাত্রীদের। তাই এদিন শিক্ষকদের গেটে আটকানো হয়েছে।
advertisement
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বক্তব্য, শুক্রবার বিদ্যালয়ের ছুটি ছিল। তবে বেশ কয়েকজন শিক্ষক ডিএ আন্দোলনকে সমর্থন জানিয়ে ছুটি নেওয়ার কথা জানিয়েছিলেন। সেই মতো তারা বিদ্যালয়ে শুক্রবার আসেননি। শনিবার তারা বিদ্যালয়ে আসতে তাদের গ্রামবাসী ঢুকতে দেয়নি। পরে আলোচনা হয়েছে। তবে স্বাভাবিকভাবে এই ঘটনায় শোরগোল পড়েছে শিক্ষা মহলে।
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: ডিএ নিয়ে আন্দোলন, যোগদান শিক্ষকদের, একদিন অনুপস্থিত থাকায় এ কী করলেন অভিভাবকরা!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement