Vidyasagar University : স্বাধীনতার ৭৫ বৎসর পূর্তি উপলক্ষ্যে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাঠে আয়োজিত হল ক্রিকেট প্রতিযোগিতা

Last Updated:

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু ছাড়াও সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী, বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য আধিকারিক পিয়ালি দাস, NSS এর কো-অর্ডিনেটর অধ্যাপক দেবদুলাল ব্যানার্জি প্রমুখ

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
#পশ্চিম মেদিনীপুর- স্বাধীনতার ৭৫ বৎসর ('স্বাধীনতার অমৃত মহোৎসব') পূর্তি উদযাপন উপলক্ষ্যে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেড রিবন ক্লাব এবং NSS এর উদ্যোগে, বিশ্ববিদ্যালয়ের মাঠে আয়োজিত হল, আটদলীয় ক্রিকেট প্রতিযোগিতা। অংশগ্রহণ করলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং তার অধীনে থাকা কলেজগুলির পড়ুয়ারা (Vidyasagar University)। বৃহস্পতিবার এই প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু। শুক্রবার ছিল ফাইনাল। ফাইনালে জয়ী হল মেদিনীপুর কলেজের 'মাতঙ্গিনী দল'। অল্প ব্যবধানে হেরে যায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 'শিরোমণি দল'। উল্লেখ্য যে, আটটি দল-কে ক্ষুদিরাম, মাতঙ্গিনী, শিরোমণি'র মতো মনীষীদের নামে চিহ্নিত করা হয়েছিল। তবে, দীর্ঘদিন পর মাঠে ফিরতে পেরে খুশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।
প্রসঙ্গত, 'স্বাধীনতার অমৃত মহোৎসব' এর অন্যতম কর্মসূচি হিসেবে, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ-এর সহায়তায়, যুবকদের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতার বার্তা দেওয়া এবং তাদের রক্তদানে উৎসাহিত করার উদ্দেশ্যে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় (Vidyasagar University)। বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ মূর্তি থেকে মশাল দৌড়ের মাধ্যমে মাঠে পৌঁছন পড়ুয়ারা। অতিমারি পর্ব কাটিয়ে মাঠে ফিরতে পেরে আনন্দ আর উৎসাহে ফেটে পড়েন তাঁরা! পড়ুয়াদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন, মেদিনীপুর সদরের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শক্তিপদ মুর্মু। তিনি পড়ুয়াদের HIV ভাইরাস তথা AIDS এর বিষয়ে সচেতনতার বার্তা দেন। রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝিয়ে বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু ছাড়াও সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী, বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য আধিকারিক পিয়ালি দাস, NSS এর কো-অর্ডিনেটর অধ্যাপক দেবদুলাল ব্যানার্জি প্রমুখ।
advertisement
Partha Mukherjee
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Vidyasagar University : স্বাধীনতার ৭৫ বৎসর পূর্তি উপলক্ষ্যে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাঠে আয়োজিত হল ক্রিকেট প্রতিযোগিতা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement