Paschim Medinipur: শীতের রাতে 'উষ্ণতা' নিয়ে হাজির বিধায়ক হিরণ

Last Updated:

ভারতরত্ন' অটল বিহারী বাজপেয়ী-কে স্মরণ করে, খড়্গপুর বাসীর প্রিয় বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায় শীতের রাতে 'উষ্ণতা' নিয়ে পৌঁছে গেলেন অসহায় ফুটপাত বাসীর কাছে। গায়ে চাপিয়ে দিলেন কম্বল। আর বললেন, "খড়্গপুর শহর যখন পাঁচ-পাঁচবার জলে ডুবে গেছে, তখনও আপনারা দেখেছেন আমি জলে দাঁড়িয়ে অসহায় মানুষের উদ্দেশ্যে ত্রাণ বিতরণ করেছি।

শীতের রাতে দুঃস্থ মানুষদের পাশে বিধায়ক হিরণ চ্যাটার্জী
শীতের রাতে দুঃস্থ মানুষদের পাশে বিধায়ক হিরণ চ্যাটার্জী
পশ্চিম মেদিনীপুরঃ 'ভারতরত্ন' অটল বিহারী বাজপেয়ী-কে (Atal Bihari Vajpayee) স্মরণ করে, খড়্গপুর (Kharagpur) বাসীর প্রিয় বিধায়ক (MLA) হিরণ্ময় চট্টোপাধ্যায় শীতের রাতে 'উষ্ণতা' নিয়ে পৌঁছে গেলেন অসহায় ফুটপাত বাসীর কাছে। গায়ে চাপিয়ে দিলেন কম্বল। আর বললেন, "খড়্গপুর (Kharagpur) শহর যখন পাঁচ-পাঁচবার জলে ডুবে গেছে, তখনও আপনারা দেখেছেন আমি জলে দাঁড়িয়ে অসহায় মানুষের উদ্দেশ্যে ত্রাণ বিতরণ করেছি। এদিনও, আমরা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা এই দেশের 'গর্ব' ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী-র (Atal Bihari Vajpayee) জন্মদিবস উপলক্ষে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ালাম।" প্রসঙ্গত, ২৫ ডিসেম্বর, শনিবার ছিল 'ভারতরত্ন' অটল বিহারী বাজপেয়ী-র (Atal Bihari Vajpayee) জন্মদিবস। কিন্তু, খড়্গপুর (Kharagpur) সদরের বিধায়ক (MLA) হিরণ সেদিন খড়্গপুরে ছিলেন না! রবিবার (২৬ ডিসেম্বর) শহরে পৌঁছেই তিনি একটু অন্যভাবে দিনটি পালন করলেন। রাত্রি সাড়ে দশটা-এগারোটা নাগাদ পৌঁছে গিয়েছিলেন খড়্গপুর স্টেশন এবং স্টেশন সংলগ্ন বিভিন্ন ফুটপাত গুলিতে, যেখানে অসহায় মানুষজন প্রচন্ড ঠান্ডার মধ্যে কষ্ট করে রাত কাটাচ্ছেন! স্বীকারও করলেন সেকথা, "গতকাল ছিল তাঁর জন্মদিন, তাঁর মতো মহান নেতা-কে স্মরণ করেই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই। আমি অনেকবার এই রাস্তা দিয়ে গেছি, দেখেছি এরা কিরকম কষ্ট করে রাত কাটায়! আর দিনের বেলা এলে এঁদের আপনি পাবেন না। তাই, রাতেই এসেছি। সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।"
তবে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে রবিবার পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করে দলের সাংসদ তথা সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ খড়্গপুর থেকে বিদায় নেওয়ার পরই শহরে পৌঁছেছেন বিধায়ক হিরণ। ফলে, খড়্গপুরের সচেতন রাজনৈতিক মহল বলছে, "দূরত্বে সেই থেকেই গেল"! রবিবার রাতে নিজের বক্তব্যে সেই ইঙ্গিতও অবশ্য দিয়ে রেখেছেন হিরণ। তিনি জানিয়েছেন, "রাজনীতি রাজনীতির জায়গায় থাক। আমরা মানুষের পাশে থাকব। সে রাজনীতি থাক বা না থাক"! খড়্গপুর শহরের (সদরের) বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় যে ঘুরিয়ে ফিরিয়ে ইঙ্গিতটা কোন দিকে করতে চেয়েছেন, তা বুঝে নিতে অসুবিধা হয়নি রাজনীতি-সচেতন খড়্গপুরবাসীর।
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: শীতের রাতে 'উষ্ণতা' নিয়ে হাজির বিধায়ক হিরণ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement