West Medinipur News|| পিড়াকাটার যুবকের মানবিক উদ্যোগ, ১৭ বছর পর বাড়ি ফিরবেন মধ্যপ্রদেশের ব্যক্তি
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bangla News: এক ব্যক্তি ভিন রাজ্যের এবং তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তারপর ডেভিড তাঁকে নিজের বাড়ি নিয়ে যান এবং বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করেন। অবশেষে তার বাড়ি ফেরা হচ্ছে।
#শালবনি: জঙ্গলমহল শালবনি ব্লকের পিড়াকাটার এক যুবকের মানবিক উদ্যোগে ১৭ বছর পর বাড়ি ফিরতে চলেছেন মধ্যপ্রদেশের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। ঘটনা সূত্রে জানা গিয়েছে, বছর ৬৫'র রাজেন্দ্র কোলের বাড়ি মধ্যপ্রদেশের রাওয়া জেলার পানোয়ার থানায়। প্রায় ১৭ বছর আগে তিনি কাজের খোঁজে বাড়ি থেকে বেরোন। তারপর কোনও কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন। ঘুরতে ঘুরতে গত ৩ নভেম্বর, বৃহস্পতিবার শালবনি ব্লকের পিড়াকাটায় পৌঁছন।
ভবঘুরে ওই ব্যক্তিকে ইতস্তত ঘুরে বেড়াতে দেখে তাঁর সঙ্গে কথা বলেন বছর তেইশের সহৃদয় যুবক ডেভিড ইমানুয়েল। কথা বলে বুঝতে পারেন, ওই ব্যক্তি ভিন রাজ্যের এবং তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তারপর ডেভিড তাঁকে নিজের বাড়ি নিয়ে যান এবং বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করেন।
আরও পড়ুনঃ ছন্দে ফিরছে রাজাভাতখাওয়া-জয়ন্তী-বক্সা, শীত পড়তেই পাহাড়ে-জঙ্গলে পর্যটকদের ভিড়
গত ৫ নভেম্বর, শনিবার ইন্টারনেট মারফত তাঁর সঙ্গে যোগাযোগ হয় ওয়েস্ট বেঙ্গল হাম রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাসের। অম্বরিশ নাগ তাঁর সংস্থার মাধ্যমে যোগাযোগ করে জানতে পারেন, ওই ব্যক্তির নাম রাজেন্দ্র কোল। বয়স আনুমানিক ৬৫। বাড়ি মধ্যপ্রদেশের পানোয়ার থানায়। রাজেন্দ্রর বাড়িতে স্ত্রী ও তিন ছেলে আছে। এ ভাবেই, ডেভিডের সঙ্গে তাঁদের যোগাযোগ করিয়ে দেন।
advertisement
advertisement
তাঁরা নিশ্চিত হওয়ার পর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন এবং সোমবারই তাঁরা মধ্যপ্রদেশ থেকে রওনা দেন পিড়াকাটার উদ্দেশ্যে। রাজেন্দ্র কোলের পরিবারের সদস্যরা পিড়াকাটায় পৌঁছে গেলে তাঁকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ডেভিড নিজের পিড়াকাটার বাড়িতে দাঁড়িয়ে এই পুরো ঘটনাটির বিবরণ দিয়ে জানিয়েছেন, "খুব ভাল লাগছে এ ভাবে একজন ব্যক্তিকে তাঁর নিজের বাড়ি ও পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে।"
advertisement
Partha Mukherjee
Location :
First Published :
November 11, 2022 1:14 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News|| পিড়াকাটার যুবকের মানবিক উদ্যোগ, ১৭ বছর পর বাড়ি ফিরবেন মধ্যপ্রদেশের ব্যক্তি