West Midnapore News: খোঁজ নেয়নি পরিবার, ৫ মাস ধরে উড়ালপুলের নীচে পড়ে আছেন চলৎশক্তিহীন অসুস্থ পরিযায়ী রাজমিস্ত্রি

Last Updated:

West Midnapore News: যে যা খাবার দয়া করে দেয়, তা খেয়েই এপর্যন্ত বেচেঁ রয়েছেন, তবে শরীরের যা অবস্থা, আর কদিন বাঁচবেন তা নিয়েই সন্দেহ রয়েছে।

+
মাস

মাস পাঁচেক আগে নির্মাণের কাজ করতে মেদিনীপুরে এসেছিলেন পেশায় রাজমিস্ত্রি সুকুমার

পার্থ মুখোপাধ্যায়,পশ্চিম মেদিনীপুর : পাঁচ মাস ধরে এভাবেই মেদিনীপুর শহরের উডা়লপুলের নীচে অসহায় অবস্থায় পড়ে রয়েছেন এক ব্যক্তি। অসুখে জর্জরিত হয়ে তাঁর হাঁটাচলা করা তো দূরের কথা, উঠে বসার ক্ষমতাও নেই তাঁর। সুকুমার ঘোষ নামে বছর চল্লিশের এই মানুষটির বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডের দুর্লভগঞ্জ এলাকায়। মাস পাঁচেক আগে নির্মাণের কাজ করতে মেদিনীপুরে এসেছিলেন পেশায় রাজমিস্ত্রি সুকুমার।
এখানে এসে অসুস্থ হয়ে পড়লে, তাঁর আর বাড়ি ফেরা হয়নি। তবে অবশ্য বাড়ি থেকেও কেউ খোঁজখবর পর্যন্ত নেয়নি। অথচ পরিবার পরিজন সকলেই রয়েছেন তাঁর। স্থানীয় বাসিন্দারা জানান, ‘‘এভাবে প্রায় ৪/৫ মাস পড়ে রয়েছেন তিনি ৷ যে যা খাবার দয়া করে দেন, তা খেয়েই এ পর্যন্ত বেঁচে রয়েছেন ৷ তবে শরীরের যা অবস্থা, আর ক’দিন বাঁচবেন তা নিয়েই সন্দেহ রয়েছে।’’
advertisement
আরও পড়ুন : পুজোর কেনাকাটা থেকে ঠাকুর দেখা, গভীর রাত পর্যন্ত শহরবাসীর জন্য থাকছে বেশি সংখ্যক মেট্রো
প্রসঙ্গত, গত পাঁচ মাস ধরে মেদিনীপুর শহরের স্টেশন রোডের গেট বাজারে উড়ালপুলের নীচে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন সুকুমার ঘোষ নামে ঐ ব্যক্তি। জানা গিয়েছে, তাঁর ছেলে রয়েছে, তিনি পেশায় রং মিস্ত্রি । এলাকার মানুষের প্রশ্ন, পরিবার পরিজন থাকা সত্ত্বেও গত পাঁচ মাসে কেউ আসেননি ঐ ব্যক্তিকে নিয়ে যেতে।
advertisement
advertisement
আরও পড়ুন :  উৎসবের ঢাকে কাঠি, শহর জুড়ে পুজোর মিছিলের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে
ফলে একপ্রকার রাস্তার পাশে পড়ে থেকে মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছেন তিনি । এলাকার মানুষ চান, যদি পুলিশ প্রশাসনের তরফে উদ্যোগ নিয়ে ঐ তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়, তাহলে হয়তো তিনি বেঁচে যাবেন ৷ না হলে তাঁর প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: খোঁজ নেয়নি পরিবার, ৫ মাস ধরে উড়ালপুলের নীচে পড়ে আছেন চলৎশক্তিহীন অসুস্থ পরিযায়ী রাজমিস্ত্রি
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement