Midnapore News: হাতিকে বিরক্ত করার ফল মিলল হাতে নাতে! ভয়াবহ অবস্থা হল এক ব্যক্তির!
- Published by:Piya Banerjee
Last Updated:
Midnapore News: গ্রামে ঢুকে পড়াই দোষ হয়েছিল হাতিটির। গ্রামবাসীরা সকলে মিলে বিরক্ত করতে থাকে হাতিটিকে। তবে দাঁতালের রাগ তো যে সে রাগ নয়! ভয়াবহ কাণ্ড ঘটাল হাতিটি!
#পশ্চিম মেদিনীপুর: আবারও হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় বনবিভাগের অন্তর্গত দুধপাতরী গ্রামে একটি দাঁতাল হাতির মুখে পড়ে গেলে ওই ব্যক্তিকে শুঁড়ে পেঁচিয়ে তুলে আছাড় মারে দাঁতাল হাতিটি। এরপরই স্থানীয় মানুষেরা আশঙ্কাজনক অবস্থায় মাধব মল্ল নামের ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে ব্যক্তির মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে একটি দাঁতাল হাতি দুধপাতরী গ্রামে প্রবেশ করলে এলাকার মানুষেরা তার পিছু পিছু ধাওয়া করে। দীর্ঘ গ্রামের রাস্তায় দাঁতাল হাতির পেছনে চেঁচামেচি হইহুল্লোড় করতে থাকে স্থানীয় যুবকেরা। ওই সময় ওই দাতাল হাতিটির সামনে চলে আসে মাধব মল্ল নামে এক ব্যক্তি, সেই সময় সেই ব্যক্তিকে শুঁড়ে তুলে আছাড় মারে হাতিটি।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের কর্মীরা এবং গোয়ালতোড় থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যালে পাঠায়। বন দফতর সূত্রে জানা গেছে, এদিন সকালে এলাকায় হাতিটি প্রবেশ করলে এলাকার মানুষেরা হাতিটির পিছু ধাওয়া করে এবং বিভিন্ন ভাবে দাঁতাল হাতিটিকে বিরক্ত এবং উত্যক্ত করে, ফলে হাতিটি রেগে গিয়েও প্রাণহানির ঘটনা ঘটাতে পারে।
advertisement
advertisement
বন দফতরের তরফে আরও জানানো হয়, বারবার বন বিভাগের পক্ষ থেকে গ্রামের মানুষদের সচেতন করা হয়, বারবার আবেদন করা হয়, যাতে কেউ কোনও ভাবে হাতিকে উত্যক্ত না করে, সর্বদা হাতির থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হয়। তারপরেও গ্রামের মানুষদের টনক নড়ে না। যার ফলে প্রায়শই এই ধরণের প্রাণহানির ঘটনা ঘটছে। তবে হাতির আক্রমনে মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে বন দফতর সূত্রে জানা গেছে।
advertisement
Partha Mukherjee
view commentsLocation :
First Published :
October 07, 2022 4:41 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Midnapore News: হাতিকে বিরক্ত করার ফল মিলল হাতে নাতে! ভয়াবহ অবস্থা হল এক ব্যক্তির!