West Midnapore News: ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় এক যুবকের ২০ বছরের কারাদণ্ড 

Last Updated:

Midnapore News: ১৫ জনের সাক্ষ্য গ্রহণের পর অবশেষে মিঠুনকে দোষী সাব্যস্ত করেন বিচারক এবং ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষনা করেন বিচারক।

+
মিঠুন

মিঠুন করণ 

পার্থ মুখোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুর: ৬ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করল আদালত। মিঠুন করণ নামে ওই অভিযুক্তের ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করলেন মেদিনীপুর পকসো কোর্টের বিচারক তানিয়া ঘোষ। একই সঙ্গে ওই আসামিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ওই নির্যাতিতা শিশুর ভবিষ্যতের জন্য ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
পকসো কোর্টের সরকারি আইনজীবী গৌতম মল্লিক বলেন, ‘‘শুক্রবার দুই পক্ষের আইনজীবীর সওয়াল জবাবের পর আসামি মিঠুন করণকে দোষী সাব্যস্ত করেন বিচারক।’’ তিনি আরও বলেন, ‘‘২০১৬ সালের পয়লা এপ্রিল পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় এক ছয় বছরের শিশুকন্যাকে তার বাড়িতে একা পেয়ে মিঠুন করণ নামে এক প্রতিবেশী ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ওই নাবালিকা শিশুকন্যার চিৎকার শুনে ছুটে আসেন তার মা। মেয়েকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন তিনি। প্রথমে নাবালিকাকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ১২ দিন চিকিৎসা চলার পর সুস্থ হয়ে ওঠে শিশুকন্যাটি।"
advertisement
আরও পড়ুন :  ১৪ দফা দাবি নিয়ে ফরাক্কাতে NTPC গেটে বিক্ষোভ দেখাল CITU শ্রমিক সংগঠন 
নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে গড়বেতা থানার পুলিশ। সেই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৫১১ ধারা এবং পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। দীর্ঘ ৬ বছর ধরে চলে বিচার প্রক্রিয়া। ১৫ জনের সাক্ষ্য গ্রহণের পর অবশেষে মিঠুনকে দোষী সাব্যস্ত করেন বিচারক এবং ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেন বিচারক।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় এক যুবকের ২০ বছরের কারাদণ্ড 
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement