Murshidabad News: ১৪ দফা দাবি নিয়ে ফরাক্কাতে NTPC গেটে বিক্ষোভ দেখাল CITU শ্রমিক সংগঠন
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Murshidabad News: ১৪ দফা দাবি নিয়ে মুর্শিদাবাদের ফরাক্কা NTPC পাওয়ার প্লান্টে ২ নম্বর গেটের সামনে বিক্ষোভ সভা করল CITU- শ্রমিক সংগঠনের পক্ষ থেকে।
#মুর্শিদাবাদ: ১৪ দফা দাবি নিয়ে মুর্শিদাবাদের ফরাক্কা NTPC পাওয়ার প্লান্টে ২ নম্বর গেটের সামনে বিক্ষোভ সভা করল CITU- শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। মঙ্গলবার সকালে প্রথমে ফরাক্কা NTPC মোড় সংলগ্ন এলাকা থেকে CITU র কর্মীরা মিছিল করে, যা ফরাক্কা NTPC পাওয়ার প্লান্টে ২ নম্বর গেটে আসে। তারপর সেখানে বিক্ষোভ সভা করে CITU র তরফ থেকে। জানা গিয়েছে, ১৪দফার দাবি নিয়ে এই বিক্ষোভ সভা ও মিছিল সংগঠিত করা হয়।
দাবি গুলি হল ঠিকা শ্রমিকদের বকেয়া চুক্তি স্বাক্ষরিত করতে হবে, কনট্রাক ক্লোজিং বেনিফিট সমস্ত শ্রমিককে দিতে হবে এছাড়া ১২ দফা দাবি সহ এই আন্দোলন করা হল। উপস্থিত ছিলেন ফরাক্কা ব্লক CITU এর সম্পাদক দিলীপ মিশ্র, সভাপতি মোজাফ্ফর হোসেন, DYFI সভাপতি হেমানশু শেখর সাহা সহ CITU র কর্মীরা।
সিআইটিইউ ব্লক সভাপতি মুজ্জাফর হোসেন জানান, যারা ঠিকা শ্রমিক আছে তাদের অবিলম্বে চুক্তি স্বাক্ষর করতে হবে। এখনও পর্যন্ত অনেকের চুক্তি স্বাক্ষর হয়নি, শ্রমিকরা যারা তাদের ন্যায্য পাওনা সেটা যেন না পায় তার জন্য চক্রান্ত চলছে একটা। আমরা তা মেনে নেব না। চুক্তি স্বাক্ষর সময় তাতে সমস্ত সংগঠন ইউনিয়ন কে রাখতে হবে। শুধু শাসক দলের শ্রমিক সংগঠন কে রাখলে হবে না। তবে আমাদের এই ১৪দফা দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: Malda News: ফের ৪১ টি তাজা বোমা উদ্ধার মালদহে! চাঞ্চল্য এলাকায়
গোটা দেশ জুড়ে লাল ঝান্ডার এখন লড়াই চলছে। আজকে আমরা বুথ দখল না করলেও মানুষ আমাদের সঙ্গে আছে, আগামী দিনে আমাদের আন্দোলন না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে ফরাক্কাতে বলে জানান বিক্ষোভকারীরা।
advertisement
কৌশিক অধিকারী
Location :
First Published :
December 13, 2022 8:10 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ১৪ দফা দাবি নিয়ে ফরাক্কাতে NTPC গেটে বিক্ষোভ দেখাল CITU শ্রমিক সংগঠন