Malda News: ফের ৪১ টি তাজা বোমা উদ্ধার মালদহে! চাঞ্চল্য এলাকায়

Last Updated:

একের পর এক এলাকা থেকে লাগাতার বোমা উদ্ধার মালদহ জেলা জুড়ে। পঞ্চায়েত ভোটের আগে জেলার একাধিক থানা এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনায় পুলিশ প্রশাসনের ভুমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

নিজস্ব ছবি ৷
নিজস্ব ছবি ৷
#মালদহ:  একের পর এক এলাকা থেকে লাগাতার বোমা উদ্ধার মালদহ জেলা জুড়ে। পঞ্চায়েত ভোটের আগে জেলার একাধিক থানা এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনায় পুলিশ প্রশাসনের ভুমিকা নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি আগামী পঞ্চায়েত নির্বাচনেও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। চলতি মাসেই মালদহ জেলার তিনটি থানা এলাকা থেকে চার বার উদ্ধার হয়েছে বোমা। মঙ্গলবার সকালে আবারো উদ্ধার হয়েছে তাজা বোমা কালিয়াচক থানার আকন্দবেড়িয়া পঞ্চায়েতের সাহেলাপুর ঘোষ পাড়ায় একটি বাঁশ ঝাড়ের মধ্যে দুটি জারে ৪১টি বোমা উদ্ধার হয়েছে।
বোমাগুলির মধ্যে বেশ কয়েকটি আধপোড়া অবস্থায় ছিল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছাড়ায় স্থানীয় গ্রামবাসীদের মধ্যে।মঙ্গলবার সকালে গ্রামের বাসিন্দাদের নজরে আসে বিষয়টি। গ্রামের পাশে একটি বাঁশ ঝাড়ের মধ্যে জার দেখতে পায় গ্রামের বাসিন্দারা। জারটি মাটির নীচে পোঁতা অবস্থায় ছিল। কিছুটা অংশ মাটির উপরে দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায় এলাকায়। গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রথমেই বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে।
advertisement
খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াচক থানার পুলিশ। বোমা ভর্তি চারটিকে ঘিরে ফেলে। আশেপাশে গ্রামবাসীদের দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয় পুলিশের তরফ থেকে। খবর দেওয়া হয় বোমস্কোয়ার্ডে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে জারটির মধ্যে প্রায় ৪৯ টি বোমা রয়েছে। সব গুলিই বল বোমা। তবে বেশ কয়েকটি বোমা আতপোড়া অবস্থায় রয়েছে প্রাথমিক অনুমান পুলিশের।এর আগেও মানিকচক থানা এলাকায় আম বাগানের মধ্যে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: Murshidabad News: মাদক পাচারে বড় ধরনের সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ 
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো কালিয়াচক থানা এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ বোমা। বোমাগুলি উদ্ধার করে ইতিমধ্যে ঘটনার তদন্ত নেমেছে কালিয়াচক থানার পুলিশ। যদিও ঘটনায় কেউ আটক বা গ্রেফতার হয়নি। তবে কে বা কারা কী উদ্দেশ্যে বাঁশ বাগানের মধ্যে বোমা গুলি মজুত করে রেখেছিল তার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
advertisement
হরষিত সিংহ ( Harashit Singha)
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: ফের ৪১ টি তাজা বোমা উদ্ধার মালদহে! চাঞ্চল্য এলাকায়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement