হোম /খবর /পশ্চিম মেদিনীপুর /
এই মেলায় ঢুকবেন ভয় নিয়ে, বেরোবেন দারুণ অঙ্ক শিখে! বাংলাতেই হচ্ছে, যাবেন নাকি?

West Midnapore News: এই মেলায় ঢুকবেন মনে ভয় নিয়ে, বেরোবেন দারুণ অঙ্ক শিখে! বাংলাতেই হচ্ছে, যাবেন নাকি?

X
title=

গণিতে ভয় ভীতি কাটাতে এবং অনুশীলনের নতুন কৌশল শিখতে আয়োজিত হল গণিত উৎসব

  • Share this:

বেলদা: স্কুলের মধ্যেই চলছে এই উৎসব। উৎসব দেখতে দর্শকও এসেছেন বেশ। কোথাও চলছে দাম দরের হিসাব নিকেশ, আবার কোথাও চলছে যোগ বিয়োগের কারসাজি। না, এটা কোন পণ্য বিক্রির মেলা না, বিদ্যালয়ে বসেছে গণিত ও পরিবেশ সংক্রান্ত মেলা বা উৎসব। কীভাবে শতকরা পরিমাপ হয়, কীভাবে যোগ- বিয়োগ, গুণ- ভাগ হয়,অংকের মডেল তৈরি করে ছাত্রছাত্রীরা বোঝাচ্ছে বাকিদের।

বর্তমান ছাত্র সমাজ মোবাইল নির্ভর হয়ে উঠেছে। ক্ষুদে শিশুরা নামতা যোগ বিয়োগ ভুলতে বসেছে। এবার ক্লাস রুমের মধ্যে সীমাবদ্ধ না থেকে উৎসব আকারে গণিত বোঝার কৌশলের আয়োজন করেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বড়মোহনপুর ভগবতীদেবী পিটিটিআই, ভগবতীদেবী শিক্ষা নিকেতন ও শিক্ষা আলোচনা সোসাইটি।

আরও পড়ুন: অর্মত্য সেনকে উচ্ছেদের হুঁশিয়ারি! প্রতিবাদ বিক্ষোভে বিদ্বজ্জনেরা

২ দিন চলবে এই উৎসব। থাকছে গণিত ও পরিবেশ সংক্রান্ত ক্যুইজ।এদিন এই বিশেষ গণিত উৎসবে যোগ দেন নারায়ণগড় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অঙ্কের কৌশল শিখলেন তিনি। পাশাপাশি কীভাবে করা হচ্ছে এই সব অঙ্ক তাও তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে জানেন।

কলেজ ও বিদ্যালয়ে ২দিন ধরে চলবে গণিত ও পরিবেশ উৎসব। পড়ুয়াদের গণিতের ভয় কাটাতে এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। আনন্দের মধ্য দিয়ে গণিতের নানা বিষয় জানতে ও জানাতেই এই কর্মসূচি।

ছোটদের কাছে গণিত ভীতির। তাই মডেলের মধ্য দিয়ে আরও সহজ করে, আনন্দের সঙ্গে কীভাবে গণিতের কঠিন বিষয় পড়ুয়াদের কাছে সহজ হবে তারই প্রয়াস। আর শুধু গণিত শিখলে হবে না। পরিবেশকেও বাঁচাতে হবে। পরিবেশের বর্তমান যে পরিস্থিতি তাতে যে দূষণ বেড়েছে, বেড়েছে বিশ্ব উষ্ণায়ণ। তা কমাতে তথা পরিবেশ সংক্রান্ত বিষয়ে সম্যক ধারনা দিতে দুটি বিষয় নিয়ে উৎসবের আয়োজন। বুধবার সকাল থেকেই শুধু হয়েছে গুণ, ভাগ, যোগ, বিয়োগ, স্কোয়ার, মেজারের খেলা। আর পরিবেশ বাঁচানোর আয়োজন। আছে ক্যুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

রঞ্জন চন্দ

Published by:Anulekha Kar
First published:

Tags: West Midnapur