West Midnapore News: ভৌত বিজ্ঞানের অঙ্কে ভয়, সাজেশন শিক্ষিকার

Last Updated:

সামনে মাধ্যমিক পরীক্ষা।কিভাবে লিখতে হবে ভৌত বিজ্ঞানের উত্তরপত্র। কিভাবে অংকের সমস্যার সমাধান হবে রইল সাজেশন

+
সাজেশন

সাজেশন শিক্ষিকার 

পশ্চিম মেদিনীপুর: শিয়রে মাধ্যমিক পরীক্ষা। মাত্র কয়েকদিন পরেই ছাত্রছাত্রীরা বসবে জীবনের প্রথম বড় পরীক্ষাতে। শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। পরীক্ষা দেওয়ার আগে রইল লাস্ট মিনিট সাজেশন। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের পাকুড়সেনি গণভারতী শিক্ষা নিকেতনের ভৌত বিজ্ঞানের শিক্ষিকা কবিতা মৈত্রের বিষয়ের শেষ মুহূর্তের কিছু সাজেশন তুলে ধরেছেন।
মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর পরীক্ষাতে ভৌতবিজ্ঞান বিষয়ে পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে,
advertisement
১. প্রতিটি প্রশ্নের সঠিক দাগ নম্বর দিয়ে লিখতে হবে।
২. ভৌত বিজ্ঞানের অংক করবার সময় সূত্র ব্যবহার করতে গেলে প্রচলিত অর্থ গুলি উল্লেখ করতে হবে।
advertisement
৩. অংক করতে গেলে সঠিক একক উল্লেখ করতে হবে।
৪. আলো চ্যাপ্টার এর প্রশ্নের উত্তর দিতে গেলে তীর চিহ্ন দিয়ে আলোর গতিপথ বর্ণনা করতে হবে।
প্রশ্নপত্র দেখে উত্তর লিখতে হবে। কোন সূত্র লেখার সময় তার ডায়াগ্রাম লিখলে নাম্বার বেশি পাওয়া যায়। ছবি আঁকলে ছবি নিচে তার নাম লিখে দিতে হবে।
advertisement
আসন্ন মাধ্যমিকে ভৌত বিজ্ঞান পরীক্ষায় অংকের সমাধান করবার সাজেশন দিলেন শিক্ষিকা কবিতা মৈত্র।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: ভৌত বিজ্ঞানের অঙ্কে ভয়, সাজেশন শিক্ষিকার
Next Article
advertisement
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
  • সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র !

  • আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা

  • তার পরে তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে

VIEW MORE
advertisement
advertisement