পশ্চিম মেদিনীপুর: শিয়রে মাধ্যমিক পরীক্ষা। মাত্র কয়েকদিন পরেই ছাত্রছাত্রীরা বসবে জীবনের প্রথম বড় পরীক্ষাতে। শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। পরীক্ষা দেওয়ার আগে রইল লাস্ট মিনিট সাজেশন। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের পাকুড়সেনি গণভারতী শিক্ষা নিকেতনের ভৌত বিজ্ঞানের শিক্ষিকা কবিতা মৈত্রের বিষয়ের শেষ মুহূর্তের কিছু সাজেশন তুলে ধরেছেন।
আরও পড়ুন : মধ্যশিক্ষা পর্ষদের দফতরে বসেই অ্যাপের মাধ্যমে নজরদারি, মাধ্যমিক পরীক্ষায় এ বার নজিরবিহীন নিরাপত্তামাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর পরীক্ষাতে ভৌতবিজ্ঞান বিষয়ে পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে,
১. প্রতিটি প্রশ্নের সঠিক দাগ নম্বর দিয়ে লিখতে হবে।২. ভৌত বিজ্ঞানের অংক করবার সময় সূত্র ব্যবহার করতে গেলে প্রচলিত অর্থ গুলি উল্লেখ করতে হবে।
৩. অংক করতে গেলে সঠিক একক উল্লেখ করতে হবে।
৪. আলো চ্যাপ্টার এর প্রশ্নের উত্তর দিতে গেলে তীর চিহ্ন দিয়ে আলোর গতিপথ বর্ণনা করতে হবে।
আরও পড়ুন : জেইই মেইন সেশন ১ ফলাফল প্রকাশ, জেনে নিন কীভাবে দেখবেন রেজাল্টপ্রশ্নপত্র দেখে উত্তর লিখতে হবে। কোন সূত্র লেখার সময় তার ডায়াগ্রাম লিখলে নাম্বার বেশি পাওয়া যায়। ছবি আঁকলে ছবি নিচে তার নাম লিখে দিতে হবে।
আসন্ন মাধ্যমিকে ভৌত বিজ্ঞান পরীক্ষায় অংকের সমাধান করবার সাজেশন দিলেন শিক্ষিকা কবিতা মৈত্র।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।