Paschim Medinipur Durga Puja 2022 II মেদিনীপুর শহর জুড়ে বিষাদের সুর, শুরু হল দূর্গা প্রতিমা নিরঞ্জন

Last Updated:

চারিদিকে বিষাদের সুর। জগৎবাসীকে বিদায় জানিয়ে উৎসব প্রিয় বাঙালিকে কাঁদিয়ে কৈলাশে ফেরার পালা জগৎ জননীর। তাই একদিকে যেমন বিভিন্ন বনেদি বাড়ি গুলিতে চলছে বিসর্জনের বাদ্যি, তেমনই মন খারাপ পূজো পরিবারের সদস্যদের।

+
title=

#পশ্চিম মেদিনীপুর : চারিদিকে বিষাদের সুর। জগৎবাসীকে বিদায় জানিয়ে উৎসব প্রিয় বাঙালিকে কাঁদিয়ে কৈলাশে ফেরার পালা জগৎ জননীর। তাই একদিকে যেমন বিভিন্ন বনেদি বাড়ি গুলিতে চলছে বিসর্জনের বাদ্যি, তেমনই মন খারাপ পূজো পরিবারের সদস্যদের। পাশাপাশি চিরাচরিত প্রথা অনুযায়ী মা দুর্গার বিদায়ক্ষনে এলাকার মহিলারা মেতে ওঠেন সিঁদুর খেলায় বিজয়ার দিন। মা দুর্গার পায়ে সিঁদুর অর্পন করে একে অপরকে সিঁদুর মাখিয়ে মহিলারা মেতে ওঠেন সিঁদুর খেলায়। মেদিনীপুরে প্রতিমা নিরঞ্জনের জন্য আগে ভাগেই কংসাবতী নদীর গান্ধীঘাটে সমস্ত প্রস্তুতি চুড়ান্ত করেছে মেদিনীপুর পুরসভা। ব্যবস্থা রয়েছে ক্রেনের।
পাশাপাশি প্রতিমা বিসর্জনের পরেই নদীর জল থেকে প্রতিমার কাঠামো ও ফুল বেলপাতা অন্যান্য সামগ্রী তুলে নেওয়ার জন্য মজুত রাখা হয়েছে শ্রমিক। সুত্র মারফত জানা গেছে, বুধবার প্রায় ১৩ টি প্রতিমা বিসর্জনের করা হয়েছে। পাশাপাশি নদীর ধারে থাকছে পুলিশী প্রহরা ও উদ্ধারকারী দল। এদিন মুলত বাড়ির পুজো গুলির প্রতিমা নিরঞ্জন হওয়ার কথা রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ সমাজ ও সংস্কৃতির অবক্ষয়ের দিকটিকে স্বচ্ছতার মাধ্যমে তুলে ধরতে কাঁচের প্রতিমা গড়েছেন শিল্পী
অন্যদিকে এদিন মেদিনীপুর শহরের বেশ কয়েকটি ক্লাবেরও দূর্গা প্রতিমার বিসর্জনের শোভাযাত্রা বের হয় মেদিনীপুর শহরে। বিভিন্ন পূজো কমিটির প্রতিমা সুষ্ঠুভাবে বিসর্জন করানোর জন্য মেদিনীপুর শহরের গোলকুয়াচকে মেদিনীপুর কোতোয়ালী থানা ও মেদিনীপুর পুরসভার পক্ষ থেকে সহায়তা শিবির করা হয়েছে। প্রসঙ্গত, এবছর প্রথম মেদিনীপুর শহরে দূর্গা পূজা কার্নিভাল করতে চলেছে মেদিনীপুর পুরসভা। শহরের বটতলা থেকে গোলকুয়া রোডে এই পূজো কার্নিভাল অনুষ্ঠিত হবে বলে জানা গেছে মেদিনীপুর পুরসভা সুত্রে।
advertisement
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur Durga Puja 2022 II মেদিনীপুর শহর জুড়ে বিষাদের সুর, শুরু হল দূর্গা প্রতিমা নিরঞ্জন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement