West Medinipur News- ঘাটালের কোন্নগড়ে লক্ষ্মীর ভান্ডার নিয়ে লক্ষ্মী সেজে এলাকায় ঘুরছেন লক্ষ্মীকান্ত কর্মকার। কিন্তু কেন ? দেখুন

Last Updated:

বর্তমান পৌর ভোটে বাড়ি বাড়ি গিয়ে মহিলা ভোটারদের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী প্রকল্পকে তুলে ধরার জন্যই তার এই সাজ

+
লক্ষিকান্ত

লক্ষিকান্ত কর্মকার

#পশ্চিম মেদিনীপুর- লক্ষ্মীর ভান্ডার হাতে, জোড়া ফুলের শাড়ি পরে, বাড়ি বাড়ি ভোট প্রচারে লক্ষ্মী। রাজ্য সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলিকে তুলে ধরে বাড়ি বাড়ি পৌঁছে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করার আহ্বান কোন্নগর এলাকার মাঝবয়সী লক্ষ্মী কর্মকারের। মাঝে রয়েছে আর ছয় দিন, পৌর নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, পৌরভোটের প্রচারের ঝড় ততই বাড়ছে শাসক থেকে বিরোধী সকল রাজনৈতিক দলের প্রার্থীদের। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের কোন্নগর এলাকায় ভিন্ন ধরনের প্রচারের ছবি উঠে এলো। ঘাটাল পৌর এলাকার একাধিক ওয়ার্ডে একা একা প্রচার চালিয়ে যাচ্ছেন লক্ষ্মীকান্ত কর্মকার।
মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত তৃণমূল সমর্থক লক্ষ্মীকান্ত কর্মকার। পেশা ছবি আঁকা, আর নেশা মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্পগুলিকে তুলে ধরা। লোকসভা, বিধানসভা বা পৌর নির্বাচন আসলেই লক্ষ্মীকান্ত কর্মকার প্রচারে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু লক্ষ্মীর কাছে সমস্ত নির্বাচনেই প্রার্থী হলো একজন, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল পৌরসভা এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন লক্ষ্মী। লক্ষ্য একটাই, মুখ্যমন্ত্রীর হাত শক্ত করার আহ্বান জানানো। কিন্তু মেয়ে সেজে কেন প্রচার লক্ষ্মীর ? লক্ষ্মীর দাবি, মেয়ে সেজে এলাকায় মহিলা সংগঠনকে মজবুত করতে সে সামিল হয়েছে। আগামী ২৭ শে ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার সাতটি পৌরসভার নির্বাচন। তাই বর্তমান পৌর ভোটেও বাড়ি বাড়ি গিয়ে মহিলা ভোটারদের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী প্রকল্পকে তুলে ধরার জন্যই তার এই সাজ। আর রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের প্রচার করতে করতে লক্ষ্মীকান্ত কর্মকার বর্তমানে এলাকার মহিলাদের কাছে হয়ে উঠেছেন লক্ষ্মী দি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News- ঘাটালের কোন্নগড়ে লক্ষ্মীর ভান্ডার নিয়ে লক্ষ্মী সেজে এলাকায় ঘুরছেন লক্ষ্মীকান্ত কর্মকার। কিন্তু কেন ? দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement