West Midnapore News: রক্তদানের জন্য এ কী করল যুবক! জানলে অবাক হবেন

Last Updated:

West Midnapore News: রক্তদানের মধ্য দিয়ে মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচানোর আবেদন জানিয়ে এবং পরিবেশ সচেতনতায় সাইকেল নিয়ে কেশিয়াড়ি থেকে খড়গপুর এবং খড়গপুর থেকে দীঘার উদ্দেশ্যে রওনা এক যুবকের।

+
সাইকেলে

সাইকেলে যাত্রা খড়গপুর গ্রামীন এলাকার অমৃত কিস্কুর 

বেলদা: গ্রীষ্মকালীন সময় সব জায়গায় রক্তের সংকট দেখা যায়। রক্তের সংকট মেটাতে বিভিন্ন জায়গায় হয়, রক্তদান শিবির। রক্তদানের মধ্য দিয়ে মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচানোর আবেদন জানিয়ে এবং পরিবেশ সচেতনতায় সাইকেল নিয়ে কেশিয়াড়ি থেকে খড়গপুর এবং খড়গপুর থেকে দীঘার উদ্দেশ্যে রওনা এক যুবকের।
পশ্চিম মেদিনীপুরে খড়গপুর গ্রামীণ এলাকার পশ্চিম মারকুন্ডিয়া এলাকার বাসিন্দা অমৃত কিস্কু নিজের সাইকেল নিয়ে সচেতনতার বার্তা দিতে যাত্রা করেছেন। প্রসঙ্গত বিভিন্ন হাসপাতালে গ্রীষ্মকালে নানান গ্রুপের রক্তের সংকট দেখা যায়। চিকিৎসা শাস্ত্রের মতে বছরে দুবার রক্তদান করা যেতে পারে সাধারণ মানুষের। তবে এখনও বেশ কিছু মানুষ যারা রক্তদান করতে আগ্রহ প্রকাশ করে না। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আনতে এবং মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে দুই মেদিনীপুরে সাইকেল এ চেপে ভ্রমণ যুবকের।
advertisement
advertisement
স্থানীয় একটি সমাজ সেবী সংগঠনের সাহায্য নিয়ে তার এই বিশেষ সাইকেল যাত্রা। অমৃত বলেন, প্রতিটি মানুষের বছরে অন্তত একবার রক্ত দান করা উচিত। রক্তদানের মধ্য দিয়ে মুমূর্ষ রোগীদের জীবন বাঁচানো সম্ভব। খড়্গপুরে বিভিন্ন জায়গায় প্রচারের পর দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে।যুবকের এহেন ভাবনায় প্রশংসায় পঞ্চমুখ সকলে। তবে কতটা যুবকের এই ভাবনা বাস্তবায়িত করতে পারে সাধারণ মানুষ তা সময় বলবে।
advertisement
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: রক্তদানের জন্য এ কী করল যুবক! জানলে অবাক হবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement