Howrah Puri Train: মাঝরাতে হাওড়া-পুরী ট্রেনে মারাত্মক ঘটনা! প্রাণে বাঁচলেন বহু যাত্রী, সকালে ফের রওনা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Howrah Puri Train: টের পেতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। মেরামতি না হওয়ায়, খুলে যাওয়া বগিদুটি থেকে যাত্রীদের নামিয়ে নতুন বগি আনা হয়।
মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের নেকুড়সেনি স্টেশনে ঢোকার আগে পুরীগামী চলন্ত ট্রেনের কাপলিং খুলে যায়। দুটি বগি বাদ দিয়ে এগিয়ে যায় ইঞ্জিন। বড়সড় দুর্ঘটনা এড়াল হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস।
পশ্চিম মেদিনীপুরের নেকুড়সেনি স্টেশনে ঢোকার আগে পুরীগামী চলন্ত ট্রেনের কাপলিং খুলে যায় বলে রেল সূত্রে খবর। দুটি বগি নিয়ে এগিয়ে যায় ইঞ্জিন। রাত ১টা ৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। সেই সময় ঘুমিয়ে ছিলেন যাত্রীরা।
টের পেতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। মেরামতি না হওয়ায়, খুলে যাওয়া বগিদুটি থেকে যাত্রীদের নামিয়ে নতুন বগি আনা হয়। প্রায় ৫ ঘণ্টা পর, সকাল সোয়া ৬টা নাগাদ ফের পুরীর উদ্দেশে রওনা দেয় হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস।
advertisement
advertisement
যদিও খবর পেয়ে তড়িঘড়ি পদক্ষেপ করে রেলও। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান রেলের কর্মীরাও। ইঞ্জিন থেকে খুলে যাওয়া সেই কাপলিং ফের লাগানোর চেষ্টা শুরু হয়ে যায়। তবে রেল সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুক্ষণের চেষ্টার পরেও ওই কাপলিং লাগাতে বেগ পেতে হয় রেলের কর্মীদের। নেকুড়সেনি স্টেশনে ঢোকার আগেই কয়েক ঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকে হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস।
advertisement
পরিস্থিতি সামাল দিতে এরপর নতুন বগি পাঠানো হয়। আগের বগি থেকে যাত্রীদের নামিয়ে নতুন বগিতে তোলা হয়। পরবর্তী সময়ে রবিবার সকাল ৬টার পর ফের ট্রেনটি পুরীর উদ্দেশে রওনা দেয় বলে জানা গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 21, 2023 11:30 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah Puri Train: মাঝরাতে হাওড়া-পুরী ট্রেনে মারাত্মক ঘটনা! প্রাণে বাঁচলেন বহু যাত্রী, সকালে ফের রওনা