Job Vacancy: ভ্যাকেন্সি অনেক, আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এই জেলায় এত কর্মখালি
- Published by:Debalina Datta
- hyperlocal
Last Updated:
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পরীক্ষা দিয়েছে এমন ক্যানডিডেট
পশ্চিম মেদিনীপুর: গ্রামীণ এলাকায় মা, শিশু ও অন্যান্যদের স্বাস্থ্যের ভার থাকে আশাকর্মীদের হাতে। মায়েদের মাতৃত্বকালীন নানা সহায়তা প্রদান করেন আশা কর্মীরা। তবে অনেক জায়গায় আশাকর্মীদের শূন্যপদ আছে। পঞ্চায়েত নির্বাচনের আগে সেই শূন্যপদ পূরণ করতে চলেছে স্বাস্থ্য দফতর।
পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে তিনটি মহকুমায় মোট ২৮৪ জন আশা কর্মী নিয়োগ করতে চলেছে স্বাস্থ্য দফতর। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের তরফে আশা কর্মী নিয়োগের একটি নির্দেশিকা জারি হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমায় ১২৮ জন, মেদিনীপুর মহকুমায় ৯৩ জন এবং ঘাটাল মহকুমায় ৬৩ জন আশা কর্মী নিয়োগ করা হবে। জেলা প্রশাসন এবং মহকুমা প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
advertisement
advertisement
নির্দেশিকায় জানানো হয়েছে-1. আবেদনপত্র সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে জমা দিতে হবে। জমা দেওয়ার তারিখ: ১০/০৩/২০১০ হতে ২৫/০৩/২০২৩ তারিখ ছুটির দিন বাদে বেলা ১১ টা থেকে ৫ টার মধ্যে সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন অফিসে হাতে হাতে জমা করতে হবে।
advertisement
2. কেবল বিবাহিতা / বিধবা / আইনগত ভাবে বিবাহবিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারবেন।
3. বয়সসীমা: ৩০ বৎসর থেকে ৪০ বছর সাধারণ প্রার্থীদের জন্য। তপজাতি/ তপ: উপজাতিভুক্ত মহিলাদের ক্ষেত্রে ২২ বৎসর থেকে ৪০ বৎসর। (01/01/2023 তারিখ )।
আরও পড়ুন - IMD Weather Alert: জোড়া সাইক্লোনিক সঞ্চালন, ওলটপালট গোটা দেশ, বাংলার জেলায় জেলায় কালবৈশাখীর তাণ্ডব
advertisement
4. ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ অথবা অনুত্তীর্ণা ।
5. যে গ্রামের / এলাকার জন্য আবেদন করবেন সেই এলাকার (সার্ভিস ভিলেজ এরিয়া )- স্থায়ী বাসিন্দা হতে হবে।
6. উপজাতি / তপ:উপজাতি (বয়সের ছাড় পেতে হলে অথবা উপজাতি । তপ:উপজাতিদের অগ্রাধিকার যুক্ত পদে আবেদন-এর ক্ষেত্রে)7. এসএইচজি মেম্বার / ট্রেনিং প্রাপ্ত ধাই / লিঙ্ক ওয়ার্কার-রা বাড়তি সুবিধা পেতে পারেন ।
advertisement
7.আবেদন পত্রের সঙ্গে নিম্নলিখিত নথি অবশ্যই জমা দিতে হবে।
8. বিবাহ এবং আইনগত বিবাহ বিচ্ছিন্নার প্রমাণ স্বরূপ যথাক্রমে প্রথম ক্ষেত্রে বিবাহ নিবন্ধীকরণ শংসাপত্র স্বামীর নাম বহনকারী নিজস্ব কোনো সরকারী দস্তাবেজ (উদাহরন: ভোটার সচিত্র পরিচয়পত্র, রেশন কার্ড, আধার কার্ড ইত্যাদি) এবং দ্বিতীয় ক্ষেত্রে আইনী প্রমানপত্র। শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র (মাধ্যমিক / সমতুল পরীক্ষার মার্কশীটের স্বপ্রত্যয়িত নকল)।
advertisement
9. 31. বয়সের প্রমাণ পত্র মাধ্যমিক / সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ডের স্বপ্রত্যয়িত নকল।
10. বয়সের প্রমাণ পত্র মাধ্যমিক / সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স।স্থায়ী বাসস্থানের ঠিকানার প্রমান পত্র (এপিক কার্ড/ রেশন কার্ড) উভয় দিকের স্বপ্রত্যয়িত জেরক্স । উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারিকৃত তপশিলী জাতি তপশিলী উপজাতি শংসাপত্র। কেবল তপশিলী জাতি / তপশিলী উপজাতি শ্রেণির প্রার্থীদের জন্য।
advertisement
আবেদন প্রক্রিয়া:৫ টাকার ডাকটিকিট লাগানো নিজ ঠিকানা লেখা একটি বড় অফিস খামে উপরোক্ত তথ্যাদি সহ দরখাস্ত সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন অফিসে হাতে হাতে জমা করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ : ২৫/০৩/২০২০ বিকাল ৫ টার মধ্যে।
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
March 13, 2023 9:05 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Job Vacancy: ভ্যাকেন্সি অনেক, আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এই জেলায় এত কর্মখালি