Inspiration: প্রতিকূলতা পেরিয়ে স্বপ্নপূরণ! বাবা দর্জি, বার বার ব্যর্থতার পর সিভিল সার্ভিস পরীক্ষায় সফল দরিদ্র পরিবারের তরুণ

Last Updated:

Inspiration: কোচিং ছাড়াই ডাব্লুবিসিএস পরীক্ষায় সাফল্য ঝাড়গ্রাম এর যুবকের

বাবা মা এর সঙ্গে জাহির আব্বাস
বাবা মা এর সঙ্গে জাহির আব্বাস
রঞ্জন চন্দ, ঝাড়গ্রাম: শৈশব থেকেই ইচ্ছে ছিল সিভিল সার্ভিসে যোগ দেওয়ার। তবে অর্থ ছিল না। দরিদ্র পরিবার। তবুও লড়াই ছিল। সেই লড়াই আর অধ্যবসায়ে ভর করে এখন তিনি পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষায় ‘এ’ ক্যাটেগরিতে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব রেভেনিউ অফিসার পদে চাকরি পেয়েছেন। নিজের সঙ্গে জেলার নাম উজ্জ্বল করেছেন ঝাড়গ্রাম জেলার বিনপুরের নয়াগ্রামের বাসিন্দা সেক জাহির আব্বাস।অভাবের মধ্য দিয়ে বড় হয়ে ওঠা তাঁর। বাবা দর্জির কাজ করে যেটুকু অর্থ উপার্জন করতেন, তা দিয়েই দুই ছেলের পড়াশুনো ও সংসার খরচ চলত।
টানা আট বছরের ধৈর্য এবং নিরলস চেষ্টার সাফল্য পেলেন জাহির।সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায় ‘এ ক্যাটাগরি’-তে চাকরি পেয়েছেন। নজির গড়েছেন। অথচ টিউশন পড়িয়ে পড়াশোনার পাশাপাশি একসময় সংসারের খরচও জোগাতে হয়েছে তাকে। সেই ছেলের সাফল্যে খুশি পরিবার থেকে গোটা গ্রাম।
advertisement
গ্রামের নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনার পর বিনপুর হাইস্কুলের অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন জাহির। তার পর পশ্চিম মেদিনীপুরের মাড়াতলা সাহাবুদ্দিন মডেল স্কুলে নবম-দশম ও হাওড়া জেলার বাগনানের মৌলানা আজাদ অ্যাকাডেমিতে বিজ্ঞান বিষয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করেন তিনি। পরে মেদিনীপুর ডে কলেজ থেকে ২০১৫ রসায়ন বিষয়ে অনার্স নিয়ে স্নাতক উত্তীর্ণ হন। তবে আর পড়া হয়নি।
advertisement
লক্ষ্য ছিল সিভিল সার্ভিস, বার বার পরীক্ষা দিয়েছেন তিনি। তবে ব্যর্থ হয়েও হাল ছাড়েননি। পরিবারে আর্থিক অনটনের জেরে ২০১৯ সাল থেকেই টিউশন পড়ানো শুরু করেন। ২০১৯ সালে ‘মিসলেনিয়াস’ ও ২০২০ সালে ‘ডব্লিউবিসিএস’ পরীক্ষায় পাশ করলেও ইন্টারভিউতে সফল হতে পারেননি। তবে ২০২১ এ অবশ্য সব বাধা জয় করে সিভিল সার্ভিস পরীক্ষায় ‘এ ক্যাটাগরি’-তে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব রেভেনিউ অফিসার হিসেবে চাকরি পেয়েছেন।
advertisement
শেখ জাহিরের বাবা শেখ সেলিম পেশায় দর্জি। কোনও মতে চলত সংসার। তবে এখন অবশ্য সংসারের খরচ সামলান জাহিরই।নেননি কোনও পেশাগত শিক্ষকের কাছে প্রশিক্ষণ।ইন্টারনেট, অনলাইনে পড়াশুনা করে মিলেছে সাফল্য।জাহিরের বাবা বলেন, ” আমি চাই ছেলে সৎ পথে থেকে কাজ করুক। ওকে দেখানো স্বপ্ন আমাদের সফল হয়েছে।”  জাহির জানাচ্ছেন, ‘‘ অবশ্যই স্বপ্ন সফল হয়েছে। চেষ্টা থাকলে শেষ পর্যন্ত সফলতা পাওয়া যায়। তা হাতেনাতে প্রমাণ পেলাম।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Inspiration: প্রতিকূলতা পেরিয়ে স্বপ্নপূরণ! বাবা দর্জি, বার বার ব্যর্থতার পর সিভিল সার্ভিস পরীক্ষায় সফল দরিদ্র পরিবারের তরুণ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement