West Midnapore News: রাস্তার পাশে চাষের অযোগ্য জলা জমি, চাষ হচ্ছে পদ্মের, মিলছে লাভও

Last Updated:

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের রাইসিমা উত্তর এলাকায় জলা জমিতে ধান চাষ করার অনুকূল পরিস্থিতি না থাকায় বিকল্প হিসেবে পদ্মফুলে চাষ করে লাভের কড়ি গুনছেন এক কৃষক।

+
title=

দাঁতন: বছর পাঁচেক আগেই সম্প্রসারন হয়েছে রাস্তার। স্বাভাবিকভাবে রাস্তার পাশে থাকা ধান চাষের জমি ব্যবহার অযোগ্য হয়ে উঠেছে। পরিণত হয়েছে জলা জমিতে। আর প্রান্তিক এলাকায় ধান চাষের উপর নির্ভরশীল কৃষিজীবী মানুষেরা। রাস্তার পাশে থাকা জলা জমিতে ধান চাষ করার অনুকূল পরিস্থিতি না থাকায় বিকল্প হিসেবে পদ্মফুলে চাষ করে লাভের কড়ি গুনছেন এক কৃষক। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের রাইসিমা উত্তর এলাকায় এক চাষী বেশ কয়েক ডেসিমেল জায়গাতে চাষ করছেন পদ্ম।
পশ্চিম মেদিনীপুরে প্রায় বছর পাঁচেক ধরে সাদা এবং লাল পদ্মের চাষ করে আসছেন তিনি। যা থেকে তিনি এই সময়ে বেশ ভালই লাভ পাচ্ছেন। প্রসঙ্গত শ্রাবণ মাসে প্রথম সপ্তাহ থেকে দুর্গাপূজা পর্যন্ত ফলন মিলে পদ্মের চাষ করে। সামান্য পরিচর্যা এবং সামান্য খরচে এই পদ্মফুল চাষ করা যায়।
আরও পড়ুনঃ বাড়িতেই রকমারি জুয়েলারি বানাচ্ছে এই ছাত্র! দেখলে চোখ ধাঁধিয়ে যাবে
জানা যায়,  প্রায় 15 দিন অন্তর ফলন মেলে পদ্মের চাষ করলে। এই পদ্মফুল স্থানীয় বাজার দাঁতন, পূর্ব মেদিনীপুরে এগরা সহ একাধিক জায়গায় বিক্রি হয়। যা থেকে এই সময় বেশ লাভও পাওয়া যায়।
advertisement
advertisement
চাষীর বক্তব্য, রাস্তা সম্প্রসারণ এর কারণে চাষযোগ্য জমি জলাজমিতে পরিণত হয়। তাই জলাজমিতে উপযুক্ত হিসেবে পদ্ম ফুলের চাষ করা হয়েছে। ধান চাষের বিকল্প হিসেবে বেশ লাভও মিলছে পদ্ম ফুলের চাষ করে। ইতিমধ্যেই পদ্ম ফুল ফোটা শুরু হয়েছে গাছগুলিতে। দুর্গাপূজার সময় পদ্ম ফুলের দাম আরও বাড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
advertisement
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: রাস্তার পাশে চাষের অযোগ্য জলা জমি, চাষ হচ্ছে পদ্মের, মিলছে লাভও
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement