West Midnapore News: আইআইটি খড়গপুরের নয়া উদ্যোগ! ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সাইন্সের সঙ্গে মৌ চুক্তি

Last Updated:

পড়াশোনার মানোন্নয়নে আইআইটি খড়গপুর এর সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষরিত হল ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সের

খড়গপুর: আইন, প্রযুক্তি, বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে আরও উন্নততর শিক্ষার আইআইটি খড়্গপুর এবং ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সাইন্সেস এর সাথে মৌ স্বাক্ষরিত হয়েছে। যা শিক্ষা ক্ষেত্রে গবেষণা এবং পড়াশোনার মানকে আরও প্রসারিত করবে বলে মনে করা যাচ্ছে।
প্রসঙ্গত,  কলকাতায় অবস্থিত পশ্চিমবঙ্গ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্স এর সাথে খড়্গপুর আইআইটির সাথে সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। যার ফলে দুটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে পঠন-পাঠনের আদান-প্রদান, নানান গবেষণা এমনকি পেটেন্ট, কপিরাইট সহ শিক্ষা ক্ষেত্রে একাধিক ক্ষেত্রে সহায়তা করবে।এছাড়াও এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে শিক্ষাক্ষেত্রে নানান আদান-প্রদান ছাড়াও, দুই প্রতিষ্ঠানের মধ্যে আইন, বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি এবং ব্যবহারিক প্রশিক্ষণ সম্পর্কিত সার্টিফিকেট/ডিপ্লোমা কোর্স চালু করা হবে।
advertisement
advertisement
এদিনের এই মৌস্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্সেস এর উপাচার্য নির্মলকান্তি চক্রবর্তী, আইআইটি খড়্গপুরের ডিরেক্টর অধ্যাপক ভি কে তিওয়ারি, আইআইটি খড়্গপুরের রেজিস্টার সহ একাধিক আধিকারিকেরা।
আইআইটি খড়্গপুরে ডিরেক্টর, অধ্যাপক ভি-কে তিওয়ারি জানিয়েছেন, “NEP 2020- অনুযায়ী, ছাত্রদের বহু-বিষয়ক এবং ট্রান্সডিসিপ্লিনারি বিকাশের ক্ষেত্রে, শিক্ষামূলক আদান-প্রদান প্রকৃতপক্ষে অনুবাদমূলক গবেষণা ডোমেন তৈরি করতে উপকারী হবে যা আইন এবং প্রযুক্তি উভয়কেই অন্তর্ভুক্ত করে।”
advertisement
পাশাপাশি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস এর উপাচার্য নির্মলকান্তি চক্রবর্তী জানিয়েছেন, “আইআইটি খড়গপুর এবং ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্সের মধ্যে যে সমঝোতা স্মারকটি সাক্ষর করা হয়েছে তা আমাদেরকে প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং গবেষণা করার একটি নতুন সুযোগ দেবে যা আইন ও প্রযুক্তিকে ইন্টারফেস করে। উভয় প্রতিষ্ঠানের সিস্টেমগুলি আমাদের মানব সম্পদের পাশাপাশি একাডেমিক সম্পদ বিনিময়ের মাধ্যমে বৃদ্ধি পাবে, যার ফলে NEP2020 এর উদ্দেশ্যগুলি পূরণ করার চেষ্টা করা হবে।”
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: আইআইটি খড়গপুরের নয়া উদ্যোগ! ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সাইন্সের সঙ্গে মৌ চুক্তি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement