Paschim Medinipur: অত্যন্ত গুরুত্বপূর্ণ 'ব্লকচেন' কোর্স বিনামূল্যে করাচ্ছে আইআইটি খড়্গপুর

Last Updated:

এবার পড়ুয়াদের স্বার্থে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করল আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) কর্তৃপক্ষ। ব্লকচেন টেকনোলোজির উপর বিনামূল্যে ১২ সপ্তাহের একটি কোর্স করানোর সিদ্ধান্ত গ্রহণ করল দেশের প্রথম সারির এই শিক্ষা প্রতিষ্ঠান।

Kharagpur IIT
Kharagpur IIT
পশ্চিম মেদিনীপুরঃ সারা বিশ্বে এই মুহূর্তে যেসমস্ত প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে তার মধ্যে অন্যতম ব্লকচেন টেকনোলোজি (Blockchain Technology)। এই ধরণের প্রযুক্তি সাধারণত তথ্যের সুরক্ষিত আদান প্রদান ও ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল কারেন্সি (চেইন বিজনেস) এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডিজিটাল যুগে তাই ব্লক চেইনের গুরুত্ব অপরিসীম। এবার পড়ুয়াদের স্বার্থে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করল আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) কর্তৃপক্ষ। ব্লকচেন টেকনোলোজির উপর বিনামূল্যে ১২ সপ্তাহের একটি কোর্স করানোর সিদ্ধান্ত গ্রহণ করল দেশের প্রথম সারির এই শিক্ষা প্রতিষ্ঠান। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই কোর্স করানো হবে। আগামী ২৪ জানুয়ারি (২০২২) থেকে এই কোর্স শুরু হবে বলে জানা গেছে। চলবে ১৫ এপ্রিল (২০২২) পর্যন্ত।
সর্বভারতীয় সূত্রে জানা গিয়েছে, এই কোর্সের মাধ্যমে ব্লকচেন টেকনোলোজির বেসিক ডিজাইন প্রিন্সিপ্যাল ও বিভিন্ন ক্ষেত্রে তার ব্যবহারের বিষয়গুলি পড়ানো হবে। এই কোর্সের মাধ্যমে ব্লকচেন অ্যাপ্লিকেশন সেট-আপ করাও টিউটোরিয়ালের মাধ্যমে শেখানো হবে পড়ুয়াদের। এই কাজের জন্য অনুমতিবিহীন জনপ্রিয় ব্লকচেন প্ল্যাটফর্ম Ethereum ব্যবহার করা হবে। এছাড়াও, Hyperledger-এর মতো একটি অনুমতি সাপেক্ষ ব্লকচেন প্ল্যাটফর্মেও কাজ করা শেখানো হবে পড়ুয়াদের। জানা গেছে, এই কোর্সের জন্য কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের মোট দু'জন অধ্যাপক নিয়োগ করা হয়েছে আইআইটি খড়গপুরের তরফে। একজন অধ্যাপক সন্দীপ চক্রবর্তী এবং অন্যজন অধ্যাপক শমিক সুরাল। এই কোর্সে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য পড়ুয়াদের কম্পিউটারের উপর ন্যূনতম জ্ঞান (Basic Knowledge) থাকা আবশ্যক, যেমন- কম্পিউটার নেটওয়ার্ক, অপারেটিং সিস্টেম, ক্রিপ্টোগ্রাফি এবং নেটওয়ার্ক সিকিওরিটির মতো বিষয়।
advertisement
আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এই কোর্স। যে সকল পড়ুয়ারা এই কোর্স করতে ইচ্ছুক, তাঁদের আগামী ৩১ জানুয়ারি ২০২২-এর মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এই কোর্সের জন্য কোনও ফি নেওয়া হবে না বলেই জানিয়েছে আইআইটি খড়গপুর। কিন্তু, যে সকল পড়ুয়ারা আইআইটি খড়গপুর (IIT Kharagpur) ও National Programme on Technology Enhanced Learning (NPTEL)-এর লোগো সমেত e-certificate গ্রহণ করতে ইচ্ছুক, তাঁদের ২৩ এপ্রিল (২০২২) একটি পরীক্ষায় বসতে হবে। এই পরীক্ষার ফি বাবদ ১০০০ টাকা দিতে হবে পড়ুয়াদের।
advertisement
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: অত্যন্ত গুরুত্বপূর্ণ 'ব্লকচেন' কোর্স বিনামূল্যে করাচ্ছে আইআইটি খড়্গপুর
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement