West Midnapore News: স্বামীর গলায় ফাঁস, স্ত্রীর দেহে বিষ! গড়বেতায় দম্পতির রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য

Last Updated:

পুলিশের প্রাথমিক অনুমান, দম্পতি একসঙ্গে আত্মহত্যা করেছেন। তবে কে আগে এবং কে পরে আত্মহত্যা করেছে, তা ময়নাতদন্তের আগে বলা সম্ভব নয়।

স্বামীর গলায় ফাঁস, স্ত্রীর দেহে বিষ! গড়বেতায় দম্পতির রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য
স্বামীর গলায় ফাঁস, স্ত্রীর দেহে বিষ! গড়বেতায় দম্পতির রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য
পশ্চিম মেদিনীপুর : বাড়ি থেকে উদ্ধার হল দম্পতির মৃতদেহ। গড়বেতা থানার ১১ নম্বর অঞ্চলের চরকডাঙার দুলপাড়া এলাকার ঘটনা। শুক্রবার বাড়ির ভেতর থেকে সন্তু দুলে (৪০) এবং তাঁর স্ত্রী রীতা দুলের (৩৫) মৃতদেহ উদ্ধার হয়। সন্তু দুলের দেহ ঝুলন্ত অবস্থায় এবং রীতা দুলের দেহ খাটে শায়িত অবস্থায় উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, দম্পতি একসঙ্গে আত্মহত্যা করেছেন। রীতাদেবী বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। তবে কে আগে এবং কে পরে আত্মহত্যা করেছে, তা ময়নাতদন্তের আগে বলা সম্ভব নয়।
স্থানীয় ও পুলিস সূত্রে খবর, দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে দশম শ্রেণী এবং মেয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। সংসারে অভাব অনটন নিত্যসঙ্গী ছিল। যদিও মৃত্যুর কারণ হিসেবে, একে অপরের প্রতি সন্দেহকেই প্রাথমিক ভাবে দায়ী করছে পুলিশ। পুলিশের অনুমান, বাড়িতে মাঝে মধ্যেই অশান্তি হত। অবৈধ সম্পর্ক নিয়ে একে অপরকে তীব্র ভাবে সন্দেহ করত।
advertisement
advertisement
এ নিয়ে পরিবারে প্রায়শই অশান্তি হত। প্রতিবেশীদের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যাতেও পরিবারে তুমুল অশান্তি হয়। একে অপরকে দোষারোপ করে কটু কথা শোনাতে থাকেন। জানা গিয়েছে, খাওয়া দাওয়া করে ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে ঘুমাতে যান দম্পতি। তারপরেই আত্মহত্যা করেন তাঁরা।
advertisement
স্বামী গলায় দড়ি দিয়ে এবং স্ত্রী বিষ খেয়ে আত্মহত্যা করেন। ঘরের ভিতর থেকে বিষের বোতল উদ্ধার করেছে পুলিস। তবে এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে গড়বেতা থানার পুলিস। জেলার ডিএসপি (অপারেশন) দুর্লভ সরকার বলেন, ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তবে সবদিক খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।
advertisement
Sovon Das
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: স্বামীর গলায় ফাঁস, স্ত্রীর দেহে বিষ! গড়বেতায় দম্পতির রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement