পশ্চিম মেদিনীপুর : বাড়ি থেকে উদ্ধার হল দম্পতির মৃতদেহ। গড়বেতা থানার ১১ নম্বর অঞ্চলের চরকডাঙার দুলপাড়া এলাকার ঘটনা। শুক্রবার বাড়ির ভেতর থেকে সন্তু দুলে (৪০) এবং তাঁর স্ত্রী রীতা দুলের (৩৫) মৃতদেহ উদ্ধার হয়। সন্তু দুলের দেহ ঝুলন্ত অবস্থায় এবং রীতা দুলের দেহ খাটে শায়িত অবস্থায় উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, দম্পতি একসঙ্গে আত্মহত্যা করেছেন। রীতাদেবী বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। তবে কে আগে এবং কে পরে আত্মহত্যা করেছে, তা ময়নাতদন্তের আগে বলা সম্ভব নয়।
স্থানীয় ও পুলিস সূত্রে খবর, দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে দশম শ্রেণী এবং মেয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। সংসারে অভাব অনটন নিত্যসঙ্গী ছিল। যদিও মৃত্যুর কারণ হিসেবে, একে অপরের প্রতি সন্দেহকেই প্রাথমিক ভাবে দায়ী করছে পুলিশ। পুলিশের অনুমান, বাড়িতে মাঝে মধ্যেই অশান্তি হত। অবৈধ সম্পর্ক নিয়ে একে অপরকে তীব্র ভাবে সন্দেহ করত।
আরও পড়ুন: নদীতে মিলল দৈত্যাকার ডলফিন! দাসপুরের ঘটনায় চাঞ্চল্য
স্বামী গলায় দড়ি দিয়ে এবং স্ত্রী বিষ খেয়ে আত্মহত্যা করেন। ঘরের ভিতর থেকে বিষের বোতল উদ্ধার করেছে পুলিস। তবে এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে গড়বেতা থানার পুলিস। জেলার ডিএসপি (অপারেশন) দুর্লভ সরকার বলেন, ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তবে সবদিক খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।
Sovon Das
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Garbeta, West Medinipur News