West Midnapore News: নদীতে মিলল দৈত্যাকার ডলফিন! দাসপুরের ঘটনায় চাঞ্চল্য

Last Updated:

নদী থেকে উদ্ধার বিশাল আকার ডলফিন। চাঞ্চল্য দাসপুরের সীতাকুন্ড এলাকায়

+
title=

দাসপুর: সকাল থেকে হলুস্থুল কান্ড পশ্চিম মেদিনীপুরে দাসপুরে। দাসপুরে শিলাবতী নদীতে দৈত্যাকার একটি প্রাণীকে ঘিরে রীতিমতো উৎসুক সাধারণ মানুষ। বেশ কয়েকদিন ধরে একটি দৈত্যাকার প্রাণীকে দেখা যায় নদীর জলে। শুক্রবার বনদপ্তর, পুলিশ এবং সাধারণ মানুষের সহযোগিতায় শিলাবতী নদীর জল থেকে উদ্ধার হয় প্রায় ৭ ফুট দৈর্ঘ্যের একটি ডলফিন।
এই ডলফিন দেখতে সাধারণ মানুষের ভিড় জমে যায়।
প্রশাসন সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুরে দাসপুরের সীতাকুণ্ড এলাকায় শিলাবতী নদীর জলে দেখা মিলেছিল ডলফিনের। কখনও কখনও সাধারণ মানুষ জাল ফেলে ডলফিনকে ধরার চেষ্টা করেছিল। আবার কেউ নদীর জলে নেমে ডলফিন ধরতে যায়। স্বাভাবিকভাবে এই প্রাণীর জীবনহানির আশঙ্কা করেছিল বনদপ্তর ও প্রশাসন।
advertisement
advertisement
পরে পুলিশ,বনদপ্তর এবং মহকুমা প্রশাসনের তৎপরতায় শুক্রবার নদীতে নেমে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ডলফিনটিকে। সুস্থ অবস্থায় সেই ডলফিনকে ছাড়া হবে রূপনারায়নের জলে, এমনটাই প্রশাসন সূত্রে খবর।
প্রসঙ্গত নদীর ভরা কোটাল এর সময় জোয়ারের জলে শিলাবতীর নদীতে চলে আসে ডলফিনটি। প্রায় ছয় থেকে সাত ফুট লম্বা এই ডলফিন জোয়ার না থাকার কারণে আর ফিরতে পারেনি। স্বাভাবিকভাবে বেশ কয়েকদিন ধরেই দেখা মিলেছিল ডলফিনের।
advertisement
জানা যায়, রূপনারায়ন নদী এবং শিলাবতী নদীতে রয়েছে ডলফিন। তবে জোয়ারের জলে কোন ভাবে সীতাকুণ্ড এসে আটকে যায় এই ডলফিনটি। উদ্ধার হওয়া এই ডলফিনটিকে ফের ছেড়ে দেওয়া হবে ভরা নদীর জলে। ঘাটালের মহকুমা শাসক জানিয়েছেন, আপাতত সুস্থভাবে সাধারণ মানুষের সহযোগিতায় বনদপ্তর ও পুলিশের চেষ্টায় উদ্ধার করা হয়েছে এই ডলফিন টিকে।ছেড়ে দেওয়া হবে রূপনারায়ণ নদীতে।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: নদীতে মিলল দৈত্যাকার ডলফিন! দাসপুরের ঘটনায় চাঞ্চল্য
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement