Paschim Medinipur: "হর ঘর তিরঙ্গা" কর্মসূচি ঝাড়গ্রামের সিআরপিএফ ক্যাম্পে

Last Updated:

৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে \"হর ঘর তিরঙ্গা\" কর্মসুচি পালন ঝাড়গ্রামের বর্ণানি ১৮৪ ব্যাটেলিয়ানে ক্যাম্পে।

+
title=

#পশ্চিম মেদিনীপুর : ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে \"হর ঘর তিরঙ্গা\" কর্মসুচি পালন ঝাড়গ্রামের বর্ণানি ১৮৪ ব্যাটেলিয়ানে ক্যাম্পে। কেন্দ্রীয় সরকারের তরফে 'আজাদী কা অমৃত মহোৎসব' উপলক্ষ্যে শনিবার থেকে গোটা দেশ জুড়ে উদযাপন হচ্ছে \"হর ঘর তিরঙ্গা\" অভিযান। তারই অঙ্গ হিসেবে এদিন ঝাড়গ্রাম এর বর্ণানি ১৮৪ নং সি.আর.পি.এফ (CRPF) ব্যাটালিয়নের পক্ষ থেকে \"হর ঘর তিরঙ্গা\" কর্মসুচি পালন করা হল। এই কর্মসূচিতে শামিল হয়েছিল ঝাড়গ্রাম জেলার বেশকিছু গ্রামের যুবক যুবতীও।
১৮৪ নং CRPF কোম্পানির কমান্ড্যান্ট বি.আর মিনা (B.R MINA) জানান, ঝাড়গ্রাম জেলার ১৮৪ নং ব্যাটেলিয়নের আমতলিয়, ধর্সা, বেলপাহাড়ি সহ যত গুলো ক্যাম্প আছে সমস্ত ক্যাম্পে এই এই কর্মসুচি আজ থেকে শুরু হল। এই কর্মসূচির মূল উদ্দেশ্য প্রতিটি গ্রামের যুবক যুবতীদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া, যাতে তারা নিজেদের বাড়ি সহ অন্যান্য মানুষদের বাড়ি গিয়ে সেই পতাকা লাগাতে পারেন।
advertisement
আরও পড়ুনঃ শিলাবতী নদীতে তলিয়ে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার
তারই জন্যই এই কর্মসূচির নাম রাখা হয়েছে \"হর ঘর তিরঙ্গা\" ঘর ঘর তিরঙ্গা। এরই পাশাপাশি তিনি বলেন, CRPF এর এই ব্যাটেলিয়ন স্বাধীনতা দিবসকে সামনে রেখে সমস্ত ঝাড়গ্রাম জেলাকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছেন, যাতে কোনও দুষ্কৃতী নাশকতা না ঘটাতে পারে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে জাতীয় পতাকা উত্তোলন করতে বাধা কেন্দ্রীয় মন্ত্রীকে!
এদিন CRPF এর ১৮৪ নং ব্যাটেলিয়নের ক্যাম্প থেকে জাতীয় পতাকা হাতে একটি পদযাত্রা বের হয়ে এলাকা পরিক্রমা করে। পদযাত্রায় অংশ নেয়, বেশকিছু ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষ। এই কর্মসুচি ছাড়াও দেশকে সম্মান জানানোর জন্য আরও বেশকিছু কর্মসুচি পালন করা হবে বলেও জানা গেছে।
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: "হর ঘর তিরঙ্গা" কর্মসূচি ঝাড়গ্রামের সিআরপিএফ ক্যাম্পে
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement