মোবাইলে আসক্তি কিশোরী কন্যার, বকাবকি করতেই 'আত্মঘাতী' পশ্চিম মেদিনীপুরের উচ্চ মাধ্যমিক ছাত্রীর
- Published by:Ananya Chakraborty
Last Updated:
এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুরে!
এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুরে! জানা গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বর্ণালী পাল (১৮) পড়াশোনায় মনোযোগ না দিয়ে, মোবাইল ফোনেই দীর্ঘক্ষন সময় কাটাত। তাই, বকাবকি করেছিলেন বাবা-মা! অভিমানে আত্মঘাতী হলো অষ্টাদশী কন্যা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নং ব্লকের ১০ নং গরঙ্গা অঞ্চলের ধোবাবেরিয়া এলাকায়! স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছে ওই কিশোরী। খবর পেয়ে, ঘটনাস্থলে পৌঁছয় গড়বেতা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। অন্যদিকে, এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া!
সূত্রের খবর অনুযায়ী, স্থানীয় গড়বেতা উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের ছাত্রী বর্ণালী মোবাইল ফোন নিয়েই সময় কাটাত। এ নিয়ে পরিবারের লোকেরা বোঝানো থেকে শুরু করে বকাঝকা করেছে আগেও। সামনেই বড় পরীক্ষা, তাও মোবাইল আসক্তি থেকে বেরিয়ে আসতে পারেনি বর্ণালী! শুক্রবার বাবা-মায়ের কাছে ফের বকুনি খায় এই ছাত্রী। তারপরই বাড়ি ছেড়ে পালিয়ে আসে বর্ণালী। চন্দ্রকোনা রোড থানার পুলিশ আধিকারিকরা ওই মেয়েটিকে উদ্ধার করে শুক্রবার বাবা-মায়ের হাতে তুলে দেন। শনিবার সকাল ন'টার সময় বাড়িতেই গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করে সে! তাকে উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন! ঘটনায় তদন্ত শুরু করেছে গরবেতা থানার পুলিশ। ইতিমধ্যে ময়না তদন্তের জন্য তার দেহ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। পরিবারে এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
Location :
First Published :
November 20, 2021 7:14 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
মোবাইলে আসক্তি কিশোরী কন্যার, বকাবকি করতেই 'আত্মঘাতী' পশ্চিম মেদিনীপুরের উচ্চ মাধ্যমিক ছাত্রীর