Ganesh Puja in Kharagpur: মহারাষ্ট্রকে টেক্কা খড়গপুরের, একই ছাদের তলায় ১০০টি গণেশ প্রতিমা !

Last Updated:

একই ছাদের তলায় একশটি গণেশ প্রতিমা, রেলশহর খড়গপুর যেন এক টুকরো মুম্বই ৷

+
title=

খড়গপুর: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। বছরভর নানাবিধ দেব-দেবীর আরাধনায় মাতেন সকলে। কখনও দুর্গা, কখনও লক্ষ্মী, বিশ্বকর্মা আবার কখনও গণেশ পূজা। বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে।
মহারাষ্ট্রে প্রধান পূজা হিসেবে মনে করা হয় গণেশ পুজাকে। গণেশ পুজোয় মেতে ওঠেন মহারাষ্ট্রের সকল মানুষ। তবে এ বছর গণেশ পুজোতে যেন এক টুকরো মহারাষ্ট্র, রেল শহর খড়গপুর। মহারাষ্ট্রে গণেশ পুজাকে টেক্কা দিয়েছে খড়গপুর মিনি ইন্ডিয়া।
advertisement
advertisement
একই ছাদের তলায় ১০০টি বিভিন্ন রূপের গণেশ প্রতিমা বসিয়ে তাক লাগিয়েছে নিমপুরার নিউ স্টার বয়েজ ক্লাব পুজো কমিটি। মঙ্গলবার সারা দেশ জুড়ে পালিত হল গণেশ পূজো। মহারাষ্ট্রে গণেশ বন্দনার পাশাপাশি রেল শহর খড়্গপুরে আপামর সাধারণ মানুষ মেতে উঠলেন গণেশ পুজোতে। সারিবদ্ধ ভাবে গণেশের প্রতিমা। শুধু তাই নয়, ১৫ ফুটেরও গণেশ প্রতিমা রয়েছে এই মণ্ডপে।
advertisement
প্রসঙ্গত সকল ধর্ম, সকল বর্ণের এবং সকল ভাষাভাষী মানুষের বাস রেলশহর খড়গপুরে। তবে মহারাষ্ট্রকে যেন পিছনে ফেলে তাক লাগালো রেলশহর।
সোমবার এই পুজোর উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার। পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন খড়্গপুর পৌরসভা পৌর প্রশাসক কল্যাণী ঘোষ-সহ অন্যরা। উদ্বোধনের রাত থেকে ঢল নামল ১০০ গণেশের এই পুজোতে।
advertisement
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Ganesh Puja in Kharagpur: মহারাষ্ট্রকে টেক্কা খড়গপুরের, একই ছাদের তলায় ১০০টি গণেশ প্রতিমা !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement