West Medinipur News: চার বছরেই প্রিয়মের ঝুলিতে দু-দুটি রেকর্ড আর তাতেই উচ্ছ্বসিত পরিবার

Last Updated:

গত ২০২১ সালে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের শিরোপা প্রিয়মের ঘরে আসার পর আবার 'সুপার ট্যালেন্টড কিডস' নামে ইন্টারন্যাশনাল রেকর্ডসেও প্রিয়ম এর নাম

+
এবার

এবার মেদিনীপুরের চার বছরের প্রিয়ম হলো সুপার ট্যালেনটেড কিডস

#পশ্চিম মেদিনীপুর- মেদিনীপুরের চার বছরের ছোট্ট খুদে প্রিয়ম। তার মাথায় এখন ইন্টারন্যাশনাল রেকর্ডস এর শিরোপা। আর তাতেই উচ্ছ্বসিত জঙ্গলমহল।মেদিনীপুর শহরের শেষ প্রান্তে রাঙামাটির বাড়িতে ছোট থেকেই প্রিয়ম বড় হয়ে উঠেছে। সবার নজরকাড়া ছটফটে দুরন্ত প্রিয়ম সহজে বলতে পারে ভারতের জাতীয় সংগীত, আধো-আধো গলায় উচ্চারিত জাতীয় সংগীতের মুগ্ধতায় ইন্ডিয়া বুক অব রেকর্ডস কর্মকর্তারা আগেই তাকে অ্যাওয়ার্ড দিয়েছেন। প্রিয়ম অনর্গল ভাবে বলে যেতে পারে আমাদের দেশের ২৯ টি রাজ্যের রাজধানীর নাম। বলতে পারে বিভিন্ন মন্ত্র। পাশাপাশি ১০ টি পাখির নাম, তাও আবার ইংরেজিতে। ১৮ টি সাধারণ জ্ঞান বিষয়ক প্রশ্ন। শরীরের সমস্ত অঙ্গের নাম সে ইংরেজিতে সহজে গড়গড়িয়ে বলতে পারে।তেমনি অনর্গল ভাবে A টু Z পর্যন্ত লিখতে ও বলতে পারে। টিভিতে দেখা যে কোন গানের নাচ সহজে রপ্ত করে ফেলে বছর চারেকের প্রিয়ম। এছাড়াও সহজে আঁকতে পারে এবং রং করতে পারে যে কোনো চিত্র। তাই দুরন্ত প্রিয়ময়ের এই ধরনের আচরনে তার মা আবেদন করেছিল 'ইন্ডিয়া বুক অব রেকর্ডস'-এ। গত ২০২১ সালে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের শিরোপা প্রিয়মের ঘরে আসার পর আবার 'সুপার ট্যালেন্টড কিডস' নামে ইন্টারন্যাশনাল রেকর্ডসেও প্রিয়ম এর নাম। খুশিতে উচ্ছ্বসিত পরিবার।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: চার বছরেই প্রিয়মের ঝুলিতে দু-দুটি রেকর্ড আর তাতেই উচ্ছ্বসিত পরিবার
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement