CM to visit West Medinipur: আকাশপথে জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী, কেমন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি?
- Published by:Samarpita Banerjee
- hyperlocal
Last Updated:
মেদিনীপুর শহরের তিনটি স্থানে অস্থায়ী হেলিপ্যাড প্রস্তুত রাখার পরিকল্পনা নিয়েছে পুলিশ প্রশাসন। রাজনৈতিক কর্মীসভা স্থলে, সভামঞ্চের পেছনেই অস্থায়ী হেলিপ্যাডে সোমবার দুপুর থেকে হেলিকপ্টারের ট্রায়াল প্রক্রিয়াও শুরু হয়েছে
#পশ্চিম মেদিনীপুর: মঙ্গলবার দুদিনের মেদিনীপুর সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দুদিনের মেদিনীপুর সফরকে ঘিরে শহরজুড়ে শুরু হয়েছে সাজোসাজো রব। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের জন্য শহীদ প্রদ্যুৎ স্মৃতি সদন সাজিয়ে তোলা হচ্ছে ১১ বছরের তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাটাউট দিয়ে।
মঙ্গলবার জেলা পরিষদের প্রশাসনিক সভা মঞ্চ থেকেই পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ১৩০ টি প্রকল্পের উদ্বোধন ও ৮৬ টি প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তেমনি অন্যদিকে, বুধবারে মেদিনীপুর কলেজ ময়দানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথ স্তরিও রাজনৈতিক কর্মী সভাকে ঘিরে চলছে সভাস্থল থেকে সভামঞ্চ প্রস্তুতির কাজ।
advertisement
advertisement
পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, আকাশপথে হেলিকপ্টারে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই মেদিনীপুর শহরের তিনটি স্থানে অস্থায়ী হেলিপ্যাড প্রস্তুত রাখার পরিকল্পনা নিয়েছে পুলিশ প্রশাসন। রাজনৈতিক কর্মীসভা স্থলে, সভামঞ্চের পেছনেই অস্থায়ী হেলিপ্যাডে, সোমবার দুপুর থেকে হেলিকপ্টারের ট্রায়াল প্রক্রিয়াও শুরু হয়েছে। পাশাপাশি শহর জুড়ে চলছে দফায় দফায় আঁটোসাঁটো নিরাপত্তা বলয় তৈরির কাজ।
advertisement
পশ্চিম মেদিনীপুর ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সূত্রে জানা গেছে, প্রায় লক্ষাধিক মানুষের সমাবেশের আকার নেবে তৃণমূল নেত্রীর রাজনৈতিক কর্মী সভা। আর তার জন্য মুখিয়ে রয়েছে জেলার তৃণমূল নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। মুখ্যমন্ত্রীর জেলা সফরকালীন পশ্চিম মেদিনীপুর জেলার কো অর্ডিনেটর অজিত মাইতি জানান, বিধানসভা নির্বাচনের পর এই প্রথম পশ্চিম মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী। ফলে জেলার তৃণমূল নেতৃত্বদের মধ্যে যেমন উদ্দীপনা রয়েছে, তেমনই জেলার তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। তিনি আশা প্রকাশ করেন, মুখ্যমন্ত্রীর কর্মীসভাকে ঘিরে গোটা মেদিনীপুর জুড়ে জনজোয়ারের রূপ নেবে।
advertisement
Partha Mukherjee
Location :
First Published :
May 16, 2022 9:18 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
CM to visit West Medinipur: আকাশপথে জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী, কেমন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি?