West Midnapore News: দুয়ারে সরকার ক্যাম্পে অভিযোগ বাক্স! মুখবন্ধ খামে জমা করুন সমস্যার কথা
- Reported by:RANJAN CHANDA
- hyperlocal
Last Updated:
দুয়ারে সরকার ক্যাম্পে এসে জানানো যাবে অভিযোগ, সমাধান করবেন ব্লক প্রশাসনের আধিকারিকেরা। দুয়ারে সরকার ক্যাম্পে বসল অভিযোগ বাক্স
নারায়ণগড়: বিভিন্ন প্রান্তিক এলাকায় সরকারি সুবিধা পৌঁছে দিতে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। ব্লক অফিস পঞ্চায়েত অফিসে গিয়ে সরকারি সুবিধা পাওয়া নয়, বাড়ির কাছে পৌঁছেছেন সরকারি আধিকারিকেরা। দুয়ারে সরকারেও এবার অভিযোগ বাক্স। সাধারণ মানুষের অভাব অভিযোগ লিখিত আকারে জমা করা যাবে অভিযোগ বাক্সে, আর তার সমাধান করবে প্রশাসনের আধিকারিকেরা।
দুয়ারে সরকারে এমন অভিনব উদ্যোগ ব্লক প্রশাসনের। সাধারণ মানুষের নানা সমস্যা সমাধানে এবার অভিনব উদ্যোগ গ্রহণ করল নারায়ণগড় ব্লক প্রশাসন। সরকারি ক্যাম্পে বসলো এই অভিযোগ বাক্স। শুক্রবার নারায়ণগড় ব্লকের নারায়ণগড় R.R.C.L.U.S নিকেতনে আয়োজিত এই দুয়ারে সরকার ক্যাম্পেও বসানো হলো এই অভিযোগ বাক্স।
advertisement
advertisement
নারায়নগড় স্কুলে হওয়া ক্যাম্প ঘুরে দেখেন নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সভাপতি ঊষা ঘোড়াই, সহ-সভাপতি মিহির চন্দ, নারায়ণগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান ফাল্গুনী ভক্তা সহ অন্যরা।
প্রশাসন সূত্রে খবর, সাধারণ মানুষের যদি কোন সমস্যা থাকে লিখিত আকারে ওই অভিযোগ বাক্সে জমা করলে তা সমাধানের চেষ্টা করবে প্রশাসন।এই অভিযোগ বাক্সে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে বলে ব্লক প্রশাসন সূত্রে খবর।প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
advertisement
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2023 5:48 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: দুয়ারে সরকার ক্যাম্পে অভিযোগ বাক্স! মুখবন্ধ খামে জমা করুন সমস্যার কথা