হোম /খবর /মেদিনীপুর /
বনধে জনজীবন স্বাভাবিক, ঝুঁকি নিলো না বেসরকারি বাস

West Medinipur News : বনধে জনজীবন স্বাভাবিক, ঝুঁকি নিলো না বেসরকারি বাস

মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড

মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড

জেলা শহর মেদিনীপুর ছাড়াও সোমবার জেলার বিভিন্ন ব্লকে পথ অবরোধ, বিক্ষোভ কর্মসূচি করে বিজেপি

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#পশ্চিম মেদিনীপুর- পৌর নির্বাচনে অবাধে ভোট লুট, সন্ত্রাস হয়েছে; রক্তাক্ত হয়েছে বাংলা! এই অভিযোগ তুলে আজ, সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাজ্য জুড়ে ১২ ঘন্টার বাংলা বনধ ডেকেছে বিজেপি। স্বাভাবিকভাবেই বন্ধ ব্যর্থ করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। গতকাল (২৭ ফেব্রুয়ারি)-ই বনধের বিরোধিতা করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নবান্নের তরফে। সরকারি অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট থেকে শুরু করে পরিবহনও সচল রাখার বার্তা দেওয়া হয়েছিল। সোমবার সকাল থেকে দেখা গেল সমস্ত কিছুই স্বাভাবিক আছে। যথাসময়ে খুলেছে অফিস-আদালত, স্কুল-কলেজ সব কিছুই। দোকানপাট, রাস্তাঘাট সহ জনজীবন স্বাভাবিক আছে। তবে, সরকারি বাস চললেও বেশিরভাগ বেসরকারি বাস মালিকরা ঝুঁকি নেননি! অটো, চারচাকা সহ অন্যান্য সমস্ত পরিবহন অবশ্য সচল আছে।

এদিকে, ১২ ঘণ্টার বনধ সফল করতে মেদিনীপুর শহরে মিছিল করলো জেলা বিজেপি। এদিন, তারা মিছিল করে এসে জেলা শহরের কালেক্টরেট মোড়ে মিনিট ২০-২৫ এর জন্য অবরোধ করে। নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সহ সভাপতি সমিত দাস, জেলা সহ-সভাপতি অরূপ দাস, শুভজিৎ রায়, রমাপ্রসাদ গিরি, শঙ্কর গুছাইত সহ অন্যান্য নেতৃত্ব। এরপর, পুলিশের সঙ্গে শুরু হয় একপ্রস্থ 'নাটক'! রাস্তার উপর টানাহেঁচড়া, ধস্তাধস্তি চলে কিছুক্ষণ। অবশেষে, অবরোধ উঠে যায়। ফের মিছিল করে তারা জেলা পার্টি অফিসের দিকে চলে যায়। জেলা শহর মেদিনীপুর ছাড়াও সোমবার জেলার বিভিন্ন ব্লকে পথ অবরোধ, বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বিজেপির পক্ষ থেকে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়, এদিনের বনধ শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে।

Partha Mukherjee
Published by:Samarpita Banerjee
First published:

Tags: BJP Bandh, West Medinipur