#পশ্চিম মেদিনীপুর- পৌর নির্বাচনে অবাধে ভোট লুট, সন্ত্রাস হয়েছে; রক্তাক্ত হয়েছে বাংলা! এই অভিযোগ তুলে আজ, সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাজ্য জুড়ে ১২ ঘন্টার বাংলা বনধ ডেকেছে বিজেপি। স্বাভাবিকভাবেই বন্ধ ব্যর্থ করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। গতকাল (২৭ ফেব্রুয়ারি)-ই বনধের বিরোধিতা করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নবান্নের তরফে। সরকারি অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট থেকে শুরু করে পরিবহনও সচল রাখার বার্তা দেওয়া হয়েছিল। সোমবার সকাল থেকে দেখা গেল সমস্ত কিছুই স্বাভাবিক আছে। যথাসময়ে খুলেছে অফিস-আদালত, স্কুল-কলেজ সব কিছুই। দোকানপাট, রাস্তাঘাট সহ জনজীবন স্বাভাবিক আছে। তবে, সরকারি বাস চললেও বেশিরভাগ বেসরকারি বাস মালিকরা ঝুঁকি নেননি! অটো, চারচাকা সহ অন্যান্য সমস্ত পরিবহন অবশ্য সচল আছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP Bandh, West Medinipur