Paschim Medinipur: আমফান ঝড়ে ক্ষতিগ্রস্থদের টাকা ফেরৎ চেয়ে নোটিশ

Last Updated:

আমফানে ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষতিপূরণের টাকা ফেরত চেয়ে নোটিশ ব্লক প্রশাসনের। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের ১০ নং কর্নগড় অঞ্চলের ভাদুতলার ভূঁইয়া পাড়ার।

+
আমফানে

আমফানে ক্ষতিগ্রস্থ গ্রামবাসী

পশ্চিম মেদিনীপুর: আমফানে ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষতিপূরণের টাকা ফেরত চেয়ে নোটিশ ব্লক প্রশাসনের। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের ১০ নং কর্নগড় অঞ্চলের ভাদুতলার ভূঁইয়া পাড়ার। ঐ এলাকার কমলা ভূঁইয়া, চন্ডী ভূঁইয়া, সম্ভু মাহাত সহ পাঁচ জনের বাড়ী ভেঙে পড়ে গত দুবছর আগে হওয়া আম্ফান ঝড়ে। সেই সময় সরকারী ক্ষতিপূরণ বাবদ ৫০০০ টাকা দুবার অর্থাৎ ১০ হাজার টাকা করে ক্ষতিগ্রস্থদের দেওয়া হয় ব্যাংক একাউন্ট মারফত। সেই টাকা পেয়ে অনেকেই বাড়িঘর মেরামত করেন, কেউ কেউ দারিদ্র্যতার কারনে সেই টাকা সংসারে খরচ করেছেন। এরপর আমফান ঝড়ের প্রায় দু বছর পর গত ৩/৪ দিন আগে কর্নগড় গ্রাম পঞ্চায়েত মারফত ক্ষতিগ্রস্তদের নোটিশ পাঠানো হয় শালবনী BDO র তরফে। নোটিশে বলা হয়েছে, আম্ফানে ক্ষতিগ্রস্থকারীদের ক্ষতিপূরণ বাবদ ৫০০০ টাকার পরিবর্তে ১০০০০ টাকা প্রদান করা হয়েছে। অর্থাৎ যে অতিরিক্ত ৫০০০ টাকা প্রদান করা হয়েছে, তা দ্রুত ফেরত দিতে হবে। আর এই নোটিশ পাওয়ার পর বিপাকে পড়েছেন ক্ষতিপূরণ প্রাপ্তরা। ভূঁইয়া পাড়ার চন্ডী ভূঁইয়া, কমলা ভূঁইয়ারা জানান, যে টাকা পেয়েছিলাম তা দুবছর আগে, সে টাকা খরচ করা হয়ে গেছে। এখন এতোদিন বাদে হঠাৎ করে টাকা ফেরৎ চাইলে কোথা থেকে ফেরৎ দেবো। অন্যদিকে এবিষয়ে কর্নগড় গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতাপ জাসুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সরকারি ভাবে টাকা প্রদানের সময় হয় তো ভুলবশত ঐ ব্যক্তিদের একাউন্টে ডবল টাকা চলে গেছে, তাই ব্লক প্রশাসনের তরফে টাকা ফেরৎ চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। তবে তাঁরা দরিদ্র হওয়ায় একবারে নাহলে, দুবারে টাকাটি ফেরৎ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। অন্যথায় ঐ ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: আমফান ঝড়ে ক্ষতিগ্রস্থদের টাকা ফেরৎ চেয়ে নোটিশ
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement