Panchayat Election 2023: পুকুরে গণতন্ত্র! নির্বাচনের ২১ দিন পর জলের তলা থেকে উদ্ধার ব্যালট বাক্স! চাঞ্চল্য
- Reported by:RANJAN CHANDA
- hyperlocal
- Published by:Teesta Barman
Last Updated:
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের দিন ব্যালট বাক্সে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল। যার জেরে পুনর্নির্বাচন হয়েছিল পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের রামপুরাতে।
মোহনপুর: কখনও ব্যালট বাক্সের ভিতরে জল ঢেলে দেওয়া, আবার কখনও ব্যালট বক্স নিয়ে দে দৌড়! পঞ্চায়েত ভোটে নানা ছবি দেখেছে বঙ্গবাসী। ভোট মিটলেও ভোটের রেশ এখনও কাটেনি। এর মাঝেই ভোটের প্রায় ২১ দিন পর পুকুর থেকে উদ্ধার হল একাধিক ব্যালট বাক্স। পঞ্চায়েত নির্বাচনের দিন ব্যালট বাক্সে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল। যার জেরে পুনর্নির্বাচন হয়েছিল পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের রামপুরাতে। ব্যালট বাক্স জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপি-র বিরুদ্ধে। যা নিয়ে নির্বাচন কমিশন এফআইআর-ও করেছিল।
আরও পড়ুন: ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ! কলকাতা তোলপাড় হবে বৃষ্টিতে, মৎস্যজীবীদের জন্য সতর্কতা! আবহাওয়ার জরুরি খবর
তবে সেই সময় পুকুরে তল্লাশি চালিয়ে ব্যালট বাক্স উদ্ধার করতে পারেনি প্রশাসন। মোহনপুরে রামপুরা এলাকার এই ঘটনার ২১ দিন পর উদ্ধার হল ব্যালট বাক্স। পুকুরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্যালট বাক্সগুলি। প্রসঙ্গত গত ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন গণ্ডগোলের জেরে উত্তেজনা ছড়িয়েছিল রামপুরা এলাকায়। দু’টি বুথে ছাপ্পার অভিযোগ উঠেছিল। পুলিশ গিয়ে বিবাদ থামাতে পারেনি। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল ইট। অভিযোগের তির ছিল বিজেপি-র দিকে। ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়ার ঘটনায়ও নাম জড়িয়েছিল বিরোধী দলের।
advertisement
advertisement
বিজেপি-র পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক গৌরীশংকর অধিকারী বলেন, ‘‘পুলিশ প্রশাসন থেকেও যেখানে সাধারণ মানুষের প্রতিরোধে ভোট লুট বাধাপ্রাপ্ত হয়েছে, সেখানে সাধারণ মানুষের নামে মামলা করেছে পুলিশ।’’ যদিও এদিন ব্যালট বাক্স উদ্ধার নিয়ে প্রশাসনও কোন মন্তব্য করেনি। পুলিশ ও মুখ খুলতে নারাজ। তবে তৃণমূলের এক নেতৃত্ব বলেন, ‘‘নির্বাচনের দিন বিজেপির লোকজন যে ব্যালট বাক্স জলে ফেলে দিয়েছিল সেগুলি উদ্ধার করেছে পুলিশ।’’ তবে পুকুর থেকে প্রায় ২১ দিন পরে ব্যালট বাক্স উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
advertisement
Ranjan Chanda
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 31, 2023 10:58 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Panchayat Election 2023: পুকুরে গণতন্ত্র! নির্বাচনের ২১ দিন পর জলের তলা থেকে উদ্ধার ব্যালট বাক্স! চাঞ্চল্য










