West Midnapore News: শুরু হল এবিটিএ-এর  দুদিনের পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন

Last Updated:

বক্তারা কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতি এবং রাজ্য শিক্ষাক্ষেত্রে ব্যপক বিশৃঙ্খলার তীব্র সমালোচনা করেন।

শিক্ষা বাঁচাও সমাবেশ 
শিক্ষা বাঁচাও সমাবেশ 
পশ্চিম মেদিনীপুর: "আক্রান্ত শিক্ষা, সংস্কৃতি, গনতন্ত্র-এসো গড়ি প্রতিরোধ"-এই স্লোগানকে সামনে রেখে শুরু হল শতবর্ষ প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলার দু-দিনের দশম ত্রিবার্ষিক সম্মেলন। শনিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী সভাকক্ষ বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবিটিএ-এর সাধারণ সম্পাদক সুকুমার পাইন। সম্মেলন শুরুর আগে এদিন সকালে অবসর শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে প্রাক্তনী সম্মিলনী অনুষ্ঠিত হয়। প্রকাশিত হয় এবিটিএ-এর নেতৃত্ব জেলার শিক্ষক আন্দোলনের ইতিহাস। বিকেলে অনুষ্ঠিত হয় শিক্ষা বাঁচাও সমাবেশ অনুষ্ঠিত হয।
এই সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ্ অধ্যাপক কেশব ভট্টাচার্য, বিশিষ্ট অভিনেতা দেবদূত ঘোষ,এবিটিএ-এর সাধারণ সম্পাদক সুকুমার পাইন, জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ, জেলা সভাপতি বিকাশ পট্টনায়েক প্রমুখ। বক্তারা কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতি এবং রাজ্য শিক্ষাক্ষেত্রে ব্যপক দুর্ণীতি এবং বিশৃঙ্খলার তীব্র সমালোচনা করেন। সন্ধ্যায় সম্মেলন শুরুর আগে সমিতির পতাকা উত্তোলনের পাশাপাশি সম্মেলন কক্ষে শোক প্রস্তাব উত্থাপন করেন জেলা সভাপতি বিকাশ পট্টনায়েক। সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ। আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ সত্যকিংকর হাজরা।
advertisement
advertisement
তিনটি মহকুমার ২৯৩ জন নির্বাচিত প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছেন।দ্বিতীয় দিন সকালে শহর জুড়ে বর্ণাঢ্য পদযাত্রা হবে। সম্মেলনকক্ষে কেন্দ্রে করে দুদিনের সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে পঞ্চুর চকে। উদ্বোধনী অনুষ্ঠান অভর্থনা কমিটির সভাপতি প্রাক্তন অধ্যক্ষ হরিহর ভৌমিক সহ বিভিন্ন ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন উপলক্ষ্যে সম্মেলন স্থল ও সম্মেলন মঞ্চের নামকরণ করা হয়েছে প্রয়াত দুই শিক্ষক নেতা তুষার পঞ্চানন ও অপরেশন ভট্টাচার্যের নামে।
advertisement
পার্থ মুখোপাধ্যায়
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: শুরু হল এবিটিএ-এর  দুদিনের পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement